TRENDING:

Civic Volunteer : হাজার টাকা দাবি, না দিতেই টোটো চালককে বেদম মার, ভেঙে গেল পা! কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

Last Updated:

Civic Volunteer : আবারও প্রকাশ্যে দাদাগিরি সিভিক ভলান্টিয়ারের! দাবি মতো টাকা না দেওয়ায় এক টোটো চালককে বেধড়ক মারধরের করে পা ভেঙে দেওয়ার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মালদহে আবারও প্রকাশ্যে দাদাগিরি সিভিক ভলান্টিয়ারের! দাবি মতো টাকা না দেওয়ায় এক টোটো চালককে বেধড়ক মারধরের করে পা ভেঙে দেওয়ার অভিযোগ। মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ি এলাকার ঘটনা। আক্রান্ত টোটো চালকের নাম সঞ্জয় সাহা। বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায়।
হাসপাতালে আক্রান্ত টোটো চালক
হাসপাতালে আক্রান্ত টোটো চালক
advertisement

অভিযোগের তির কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির এক সিভিক ভলান্টিয়ার তন্ময় ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, টোটো চালকের কাছে হাজার টাকা দাবি করে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার। টাকা না দেওয়ায় টোটো চালককে মেরে ডান পা ভেঙে দেওয়া হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই টোটো চালক চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেধড়ক মারধরের ফলে বাম পা এবং হাতেও চোট পান আক্রান্ত ওই টোটো চালক।

advertisement

আরও পড়ুন : মাত্র ৩০০ টাকায় বাজার কাঁপানো অফার, ভাইফোঁটার সেরা গিফট! স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন

এই ঘটনার পর পরিবারের তরফে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায়। আক্রান্ত টোটো চালক সঞ্জয় সাহা অভিযোগ, দুবরি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানের কিছু মাল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় গোলাপগঞ্জ স্ট্যান্ড থেকে ৫০ মিটার দূরে তার টোটো আটকায় এক সিভিক ভলান্টিয়ার। টোটোর চাবি কেড়ে নেওয়া হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ার এই গয়না এখন দেশজোড়া হিট! উৎসবের মরশুমে দুর্দান্ত বিজনেস
আরও দেখুন

অভিযোগ এরপর ওই টোটো চালকের কাছে হাজার টাকা দাবি করে কালিয়াচক থানায় কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার। টাকা না দেওয়ায় লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর ওই সিভিক ভলান্টিয়ারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পরিবারের। যদিও এই বিষয়ে ওই সিভিক ভলান্টিয়ারের কোন‌ওরকম মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Civic Volunteer : হাজার টাকা দাবি, না দিতেই টোটো চালককে বেদম মার, ভেঙে গেল পা! কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল