Migrant Bird : বাংলার বুকে 'মিনি সাইবেরিয়া'! অচেনা বহু পাখির স্বর্গরাজ্য, পর্যটকদের নতুন ঠিকানা! টুক করে ঘুরে আসুন একদিন

Last Updated:

Migrant Bird : মালদহের মহানন্দা নদীর তীরে‌ বাসা বেঁধেছে একাধিক বিদেশি প্রজাতির পাখি। একাধিক বিদেশি প্রজাতির পাখির ঝাঁক ঘুরে বেড়াচ্ছে মালদহের মহানন্দা নদী তীরে।

+
মালদায়

মালদায় মহানন্দা

মালদহ, জিএম মোমিন: সুদূর সাইবেরিয়া ও বিভিন্ন দেশ থেকে এসে মালদহের মহানন্দা নদীর তীরে‌ বাসা বেঁধেছে একাধিক বিদেশি প্রজাতির পাখি। নিশি বক, পানকৌড়ি, ক্যাটেল এগ্রেট, পোন্ড হেরন সহ একাধিক বিদেশি প্রজাতির পাখির ঝাঁক ঘুরে বেড়াচ্ছে মালদহের মহানন্দা নদী তীরবর্তী এলাকায়। এমনক‌ী গাছপালায় স্থায়ীভাবে বাসা বেঁধে থাকতেও শুরু করেছে এই বিদেশি প্রজাতির পাখিগুলি।
এরই মধ্যে এবারে এক বিদেশি প্রজাতির পাখি অসুস্থ হয়ে গাছ থেকে পড়ে গিয়ে হাতে আসল এক পক্ষীপ্রেমীর। অসুস্থ বিদেশি প্রজাতির ওই পাখিকে উদ্ধারের পর সুস্থ করে পাখির সঙ্গে সখ্যতা গড়ে নজর কাড়ছেন মালদহ শহরের মাধবনগর মহানন্দা নদী বাঁধ এলাকার পক্ষীপ্রেমী বাসিন্দা বাবলু কর্মকার। তিনি জানান, “এলাকায় অনেকগুলি বিদেশি প্রজাতির পাখি উড়ে এসেছে। তাদের মধ্যে নিশি বক নামের একটি বিদেশি পাখি গাছ থেকে পড়ে যায়।
advertisement
advertisement
এরপর তিনি সেই পাখিটিকে উদ্ধার করে লালন পালন করছেন। মাছ খাইয়ে পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে সুস্থ করা হচ্ছে। এমনকি হাতে করে প্রতিদিন দুই বেলা মাছ খাইয়ে প্রাকৃতিকভাবে লালন পালন করছেন তিনি। এ প্রসঙ্গে মালদহ জেলা বন দফতরের আধিকারিক জিজু জেসফার জানান, নিশি বক, পানকৌড়ি, ক্যাটেল এগ্রেট, পোন্ড হেরন সহ একাধিক বিদেশি প্রজাতির পাখির ঝাঁক মালদহের মহানন্দা নদী তীরবর্তী এলাকার গাছগুলিতে বাসা বেঁধেছে। বন দফতরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে পাখিগুলির ওপর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে এই জায়গার গাছপালাগুলিতে বিদেশি প্রজাতির পাখিগুলি বাসা বেঁধেছে। তবে মানুষের কাছে অনুরোধ থাকবে, কোন‌ও পাখি যদি অসুস্থ অবস্থায় উদ্ধার হয়, তাহলে স্থানীয়রা যেন বন দফতরে খবর দেন। বন দফতর সেই পাখিগুলিকে উদ্ধার করে আদিনা মিনি চিড়িয়াখানায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Bird : বাংলার বুকে 'মিনি সাইবেরিয়া'! অচেনা বহু পাখির স্বর্গরাজ্য, পর্যটকদের নতুন ঠিকানা! টুক করে ঘুরে আসুন একদিন
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement