যদিও এই ঘটনার পরে দ্রুত আহত সিভিক ভলান্টিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় মৃত মনোতোষ বাবুর পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে রাজগঞ্জ থানায়।
আরও পড়ুন : ফের নিম্নচাপের চোখরাঙানি, ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? জানালো আইএমডি
advertisement
তাঁর সহকর্মীরা জানিয়েছেন, দায়িত্বে অত্যন্ত সতর্ক ও কর্তব্যনিষ্ঠ ছিলেন মনতোষ রায়। তাঁর এই মৃত্যুতে পুলিশকর্মীরা শোক প্রকাশ করেছেন। অন্যদিকে এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : চতুর্থীর সকালেই পয়সা উসুল! উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকেই যা দেখলেন পর্যটকরা, মন ভাল করা ছবি
ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। ঠিক কীভাবে ট্রাক নিয়ন্ত্রণ হারাল, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, নাকি ঘাতক ট্রাকটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।