আরও পড়ুন- মমতার পর বাংলার মসনদে কে? উত্তরসূরি কে হবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি বড়দিনের আয়োজন নিয়ে পুরনিগমের পদাধিকারীরা প্রস্তুতি বৈঠকে বসেছিলেন। ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে উদযাপন। সেদিন বিকেল পাঁচটা থেকে এয়ারভিউ মোড়ে শুরু হবে অনুষ্ঠান। একাধিক মিশনারি স্কুল, যাদের ব্যান্ড রয়েছে, আমন্ত্রণ জানানো হবে তাদের। যোগাযোগ করা হচ্ছে চার্চগুলোর সঙ্গেও। শিশুদের মধ্যে বিতরণ করা হবে কেক। এ বিষয়ে এদিন মেয়র গৌতম দেব জানান, প্রত্যেক বছরের মত এবছর খুব বড় আকারে না হলেও ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারির আগে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাকে আলোকিত করে তোলা হবে ও এই বিষয়ে অন্যান্য আধিকারিকদের সাথেও কথা বলেছেন মেয়র।
advertisement
আরও পড়ুন: সারারাত হোটেলে ছিল কিশোরী মেয়ে, সকাল হতেই চিৎকার! ছুটে বেরিয়ে এসে পুলিশকে যা বলল সে…
বড়দিন কে সামনে রেখে ডেকোরেশন চলবে। যা নতুন বছরের ১ তারিখ পর্যন্ত রাখা হবে। থিম রাখা হচ্ছে বড়দিন কে কেন্দ্র করেই। সেক্ষেত্রে নৌকা ঘাট মোড়, মেডিক্যাল মোড়-সহ প্রথম মহানন্দ সেতুর দুই পাশে থাকা আইল্যান্ডগুলিকে সাজানো হবে । এছাড়াও এয়ার ভিউ মেরে অনুষ্ঠানের ও আয়োজন থাকবে ২৪শে ডিসেম্বর। বড়দিনের আধুনিক ক্রিসমাস বল, স্টার, সান্তাক্লজ , ঘোড়ার গাড়ি, গিফটের বক্সের আদলে সাজানো হবে। সব মিলিয়ে ক্রিসমাসের ফ্লেভার লাগতে চলেছে শহর শিলিগুড়িতে রোশনাই শান্তা ক্লজের সাজছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়-সহ এলাকাগুলি।
অনির্বাণ রায়