TRENDING:

Children's Day: পাহাড় থেকে সমতলে শিশু দিবস ঘিরে একাধিক অনুষ্ঠান, কোথাও দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন জামা-কাপড়, কোথাও শিক্ষাসামগ্রী 

Last Updated:

Children's Day Celebration: শৈলশহরে শিশুদের নিয়ে ‘জয় রাইড’ করালো মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন ৷ বাতাসিয়ালুপে দেদার মজা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিশু দিবস! দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শিশুদের নিয়েই চলে হরেক রকম প্রতিযোগিতার আয়োজনও। কোভিডের জেরে স্কুল বন্ধ থাকলেও ভাঁটা পড়েনি শিশু দিবস পালনের অনুষ্ঠানে। উৎসবের আবহেই এদিন কচিকাঁচারা মেতে রইলো অন্য আনন্দে। পাহাড় তো বটেই সমতলেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় (Children's Day Celebration In North Bengal)।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

শিলিগুড়ির দাগাপুরে একটি চা বাগানে দুঃস্থ শিশুদের সঙ্গে দিনটি কাটালো মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটি প্রয়াস’! সংগঠনের সদস্যদের কাছে এদিন যেন এই চা বাগানের শিশুরাই হয়ে ওঠে পরিবার। কেউ তুলে নেয় ওদের কোলে। পাশে থাকার বার্তা নিয়ে হাজির হন ওরা। চা বাগানের ১৫০জন শিশুর হাতে তুলে দেন নতুন ও পুরনো জামা-কাপড়। সঙ্গে তুলে দেন খাবারের প্যাকেট। সংগঠনের সদস্যা তনিমা ঘোষ জানান, ‘‘ইচ্ছে থাকলে কোনও কিছুই বাধা হয়ে উঠতে পারে না। ওদের সঙ্গেই আজ দিনটি পালন করতে পারার অর্থ পাশে থাকা।’’

advertisement

আরও পড়ুন- নজরে মমতা-শুভেন্দু দ্বৈরথ! সোমবার 'নন্দীগ্রাম মামলা'র শুনানি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে...

রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটেনের সদস্যরা এদিন ১০০ জন দুঃস্থ শিশুর শিক্ষার ভার তুলে নেন। খুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, খাতা, পেনসিল থেকে অন্যান্য শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজন করা হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগীতার ৷ সেখানে কচিকাঁচাদের অনেকেই জওহর লাল নেহরু রূপে সেজে ওঠে। খুদে পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রবল উচ্ছ্বাস ধরা পড়ে। ভার্চুয়ালেই বাজিমাত করে ওরা।

advertisement

অন্যদিকে শৈলশহর দার্জিলিংয়ে শিশু দিবসে অন্য মাত্রা এনে দেয় মহিলাদের সংগঠিত ‘ইনার হ্যুইল ক্লাব’-এর সদস্যারা। দার্জিলিং সরকারি স্কুলের ২৫ জন পড়ুয়াকে নিয়ে ওঠে জয় রাইডে। যা ছিল ওদের কাছে স্বপ্ন। রবিবার তাই যেন হয়ে উঠলো বাস্তব। দার্জিলিং থেকে ঘুম, বাতাসিয়ালুপ ভ্রমণ সারলো টয়ট্রেনে চেপে। দিনভর বসে আঁকো প্রতিযোগিতায় মেতে ওঠা। সঙ্গে হই-হুল্লোড়ে মেতে থাকা। টয়ট্রেনে চাপতে পেরে কচিকাঁচাদের মুখে হাসি ফুটল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘড়ি দেখতে ভিড়, ঘড়ির সঙ্গে সেলফি, বীরভূমের সামাদ আলীর ঘড়ি কেন এই স্পেশ্যাল?
আরও দেখুন

পার্থ প্রতিম সরকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Children's Day: পাহাড় থেকে সমতলে শিশু দিবস ঘিরে একাধিক অনুষ্ঠান, কোথাও দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন জামা-কাপড়, কোথাও শিক্ষাসামগ্রী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল