শিলিগুড়ির দাগাপুরে একটি চা বাগানে দুঃস্থ শিশুদের সঙ্গে দিনটি কাটালো মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটি প্রয়াস’! সংগঠনের সদস্যদের কাছে এদিন যেন এই চা বাগানের শিশুরাই হয়ে ওঠে পরিবার। কেউ তুলে নেয় ওদের কোলে। পাশে থাকার বার্তা নিয়ে হাজির হন ওরা। চা বাগানের ১৫০জন শিশুর হাতে তুলে দেন নতুন ও পুরনো জামা-কাপড়। সঙ্গে তুলে দেন খাবারের প্যাকেট। সংগঠনের সদস্যা তনিমা ঘোষ জানান, ‘‘ইচ্ছে থাকলে কোনও কিছুই বাধা হয়ে উঠতে পারে না। ওদের সঙ্গেই আজ দিনটি পালন করতে পারার অর্থ পাশে থাকা।’’
advertisement
আরও পড়ুন- নজরে মমতা-শুভেন্দু দ্বৈরথ! সোমবার 'নন্দীগ্রাম মামলা'র শুনানি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে...
রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটেনের সদস্যরা এদিন ১০০ জন দুঃস্থ শিশুর শিক্ষার ভার তুলে নেন। খুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, খাতা, পেনসিল থেকে অন্যান্য শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজন করা হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগীতার ৷ সেখানে কচিকাঁচাদের অনেকেই জওহর লাল নেহরু রূপে সেজে ওঠে। খুদে পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রবল উচ্ছ্বাস ধরা পড়ে। ভার্চুয়ালেই বাজিমাত করে ওরা।
অন্যদিকে শৈলশহর দার্জিলিংয়ে শিশু দিবসে অন্য মাত্রা এনে দেয় মহিলাদের সংগঠিত ‘ইনার হ্যুইল ক্লাব’-এর সদস্যারা। দার্জিলিং সরকারি স্কুলের ২৫ জন পড়ুয়াকে নিয়ে ওঠে জয় রাইডে। যা ছিল ওদের কাছে স্বপ্ন। রবিবার তাই যেন হয়ে উঠলো বাস্তব। দার্জিলিং থেকে ঘুম, বাতাসিয়ালুপ ভ্রমণ সারলো টয়ট্রেনে চেপে। দিনভর বসে আঁকো প্রতিযোগিতায় মেতে ওঠা। সঙ্গে হই-হুল্লোড়ে মেতে থাকা। টয়ট্রেনে চাপতে পেরে কচিকাঁচাদের মুখে হাসি ফুটল।
পার্থ প্রতিম সরকার