উদ্বোধনের নির্দিষ্ট সময়সীমার বহু আগেই মণ্ডপে হাজির হয়ে যান তাঁরা। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর মাধ্যমে পুজোর উদ্বোধন হওয়ায় খুশি এখানকার মহিলা সদস্যরা। এর পাশাপাশি মালদাহ শহরের সর্বজয়ী ক্লাব, অনিক সংঘ, বিবেকানন্দ ক্রীড়াচক্র, বালুচর কল্যাণ সমিতি, এছাড়া চাঁচোল মহকুমার পাহাড়পুর চণ্ডীমণ্ডপ মন্দির ও পূর্বাঞ্চল দুর্গা মন্দির এর দুর্গাপূজার উদ্বোধন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অন্যান্য বছর সাধারণত উত্তরের এই জেলায় এত বেশি আগে দুর্গাপূজা উদ্বোধন হয় না। সেক্ষেত্রে এবারের পুজো ব্যতিক্রমী। এছাড়া প্রতি পুজোতেই উদ্যোক্তারা করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধির দিকে বাড়তি নজর দিয়েছেন। সমস্ত বড় উদ্যোক্তারা জানাচ্ছেন, পুজো মণ্ডপ চত্বরে স্যানিটাইজার ট্যানেল, থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা রাখা হচ্ছে। অনেক আগেই পুজোর উদ্বোধন ঘোষণা হওয়ায় আগে থেকেই ভিড় এড়িয়ে প্রতিমা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
advertisement
Sebak DebSarma