TRENDING:

ঘটপুজোতেই এবার চড়ক সারল ইসলামপুর

Last Updated:

লকডাউনের কারণে ঘট পুজো দিয়েই চড়ক সারলেন উত্তর দিনাজপুর জেলা চড়ক ভক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর দিনাজপুর: লকডাউনের কারণে ঘট পুজো দিয়েই চড়ক সারলেন উত্তর দিনাজপুর জেলা চড়ক ভক্তরা। লকডাউনের কারণেই এই ধরনের পুজো বলে জানিয়েছেন উদ্যোক্তরা। উত্তর দিনাজপুর ইসলামপুর ফার্ম কলোনিতে ধূমধাম করে প্রতিবছর চড়ক পূজার আয়োজন করা হয়।
advertisement

এবছর করোনা ভাইরাসের মত মারণ ভাইরাসের থাবায় মানুষ আতঙ্কিত। সারা দেশে চলছে লকডাউন। এই লকডাউনের সময় সমস্ত ধরনের পুজো অনুষ্ঠান বন্ধ রাখার জন্য সরকার নির্দেশ জারি করেছে। প্রতিবছর এই চড়ক পুজো দেখতে লাখ লাখ মানুষ সেখানে ভিড় জমায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে এবারে ঘট পুজো করে চড়ক সারতে হচ্ছে। পুজোয় মানুষের জমায়েত না হয় সে বিষয়টি তারা বিশেষ নজর রাখছেন বলে জানিয়েছেন উদ্যোক্তরা। ঐতিহ্যবাহি এই পূজা না হওয়ায় হতাশ এলাকার বাদিন্দারা। করোনার মত মারণ ভাইরাসকে আমরা জয় করতে আগামীতে তারা বড় করে পুজো করার সাধারণ মানুষকে তারা আশ্বাস দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঘটপুজোতেই এবার চড়ক সারল ইসলামপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল