মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই তিন জেলার মোট কুড়িটি কলেজ। সবকটিই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন। ই-টিভি নিউজ বাংলার ক্যামেরা হাজির ছিল মালদহ উইমেন্স কলেজে। অন্যান্য কলেজগুলোর মতো এখানেও পরীক্ষা শুরুর আগে সতর্ক করে দিল কর্তৃপক্ষ। বলে দেওয়া হল প্রত্যেকেই সিসিটিভির ক্যামেরাবন্দি।
পরীক্ষার হলে নকল রুখতে প্রযুক্তির নজরদারিতে বাজিমাত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের।
advertisement
-- ৩ জেলার ২০টি কলেজে মোট ২৪৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে
-- প্রতি কলেজে বসানো হয়েছে একটি ওয়েবক্যাম
-- ওয়েবক্যামের মাধ্যমে সিসিটিভির ছবি পৌঁছচ্ছে সেন্ট্রালাইজড সার্ভারে
-- লাইভ ছবি পৌঁছচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল রুমে
-- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক খোদ নজরদারি চালাচ্ছেন
-- ফোনে রীতিমতো বেঞ্চের নম্বর উল্লেখ করে টুকলিবাজদের ধরা হচ্ছে
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণটুকলির কথা সবারই জানা। বিভিন্ন সময় নকলের জেরে কলেজে ভাঙচুর, শিক্ষিকাকে হুমকি, বাদ যায়নি কোনও অভিযোগই। গ্রেফতারও হয়েছেন বহু পড়ুয়া। টোকাটুকির সেই ট্র্যাডিশন ভাঙতে এই উদ্যোগ এককথায় নজিরবিহীন।