TRENDING:

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বিতর্ক, বাথরুমেও সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ

Last Updated:

স্কুলের সর্বত্র সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে ৷ বাথরুমেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে বলে অভিযোগ জানিয়েছে ছাত্রীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বিতর্ক  ৷  আলিপুরদুয়ারের স্টিফেন স্কুল ১৯তম সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ স্কুলের সর্বত্র সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে ৷ বাথরুমেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে বলে অভিযোগ জানিয়েছে ছাত্রীরা ৷
advertisement

ঘটনা প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ার সড়ক অবরোধ করেছে পড়ুয়া ও শিক্ষকরা ৷ দঃবঙ্গের বিভিন্ন জেলা থেকে সম্মেলনে যোগ দিতে এসেছেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা ৷ আগামীকাল থেকে  শুরু হওয়ার কথা সম্মেলন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  সিসি ক্যামেরা পরীক্ষা করছে পুলিশ  ৷

শনিবার থেকে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে নিখিল বঙ্গ সাহিত্য ১৯ তম রাজ্য সম্মেলন ।  রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮৫০ জন প্রতিনিধি এসেছেন এই সম্মেলনে যোগ দিতে । প্রতিনিধিদের থাকার জন্য আলিপুরদুয়ারের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে থাকার ব্যাবস্থা করা হয় । বীরভূম, বাঁকুরা থেকে আসা প্রতিনিধি দের অভিযোগ তাদের যে ঘরগুলিতে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘর গুলির ভেতরে লাগিয়ে রাখা হয়েছিলো সি সি টিভি ক্যামেরা । প্রতিনিধি দলে বেশ কয়েকজন মহিলা প্রতিনিধিও আছেন ।  তাদের পোশাক বদালানো থেকে বাথরুমে যাওয়া সম্পূর্ন ভিডিও রেকর্ডিং করা হইয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

এর পরেই তারা অভিযোগ তুলেন স্কুলেই বিক্ষোভ শুরু করে রাত ১২ টা নাগাদ  । উত্তেজনা তৈরী হয় স্কুল চত্ত্বরে । খবর পেয়ে আলিপুরদুয়ার থানার আই সি বিশাল পুলিশ বাহিনি নিয়ে ঘটনাস্থলে যান । স্কুলের ঘরে লাগানো সমস্ত সি সি টিভি ক্যামেরা স্কুল কর্তিপক্ষকে বন্ধ করতে বাধ্য করেন এবং বাজেয়াপ্ত করা হয় হার্ডিস্ক ও কম্পিঊটার । এদিকে সম্মেলনে যোগদিতে আসা প্রতিনিধিরা রাতেই আলিপুরদুয়ার থানায় স্কুল কর্তিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে বিতর্ক, বাথরুমেও সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল