আরও পড়ুন: জঙ্গল খুলতেই বাড়ছে পর্যটক সংখ্যা, সাফারি নিয়ে ক্ষোভে ফুটছে পর্যটন ব্যবসায়ীরা, কারণ জানুন
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে প্রতিদিনই যাতায়াত করছে যুবক যুবতীরা এই অভিযোগ উঠছিল বিগত বেশ কয়েক মাস আগে থেকেই। গতকাল রাতে হঠাৎ করেই বিদ্যালয়ের সিসি টিভি কানেকশন বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই এলাকার লোকজন গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, স্কুলের ভিতরে অনৈতিক কাজকর্ম চলছে। পাশাপাশি এই কাজকর্ম চালাতে সাহায্য করছেন স্কুলের নৈশ প্রহরী। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অসিতবরণ লাহিড়ী জানান, “রাতেই তিনি গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনেছেন। পরে সকালের দিকে সিসিটিভি চেক করতে গিয়ে তিনি দেখেছেন রাতে ৯:২১ থেকে ৯:২৬ কানেকশন বন্ধ ছিল। তবে, কি কারণে সিসিটিভি বন্ধ ছিল তা খতিয়ে দেখতে হবে।” অবশ্য অভিযুক্ত কানু দেবনাথ সিসিটিভি অফ করেছিলেন তা তিনি স্বীকার করেছেন। এদিকে বিক্ষোভ হলেও এ নিয়ে স্কুলের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ম্যানেজিং কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। ওই প্রহরীর কর্তব্যে কোন গাফিলতি আছে কিনা দেখে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ।
advertisement