TRENDING:

শিলিগুড়িতে ফের বৈধ নথি ছাড়া পারাপার, উদ্ধার ৩টি গরু, গ্রেফতার ২! গত এক মাসে উদ্ধার ৫৭টি গরু-মোষ

Last Updated:

বিরোধী দলনেতাকে চিঠি স্থানীয় বিধায়কের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পার্থপ্রতিম সরকার ও বিশ্বজিৎ মিশ্র, শিলিগুড়ি: গরু পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠছে কি শিলিগুড়ি? একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। আবার এক পাশে বিহার। মূলত এই রুট দিয়েই কি পাচার করা হচ্ছে গরু, মোষ? গত এক মাসে এই সীমান্তবর্তী এলাকা থেকে গরু বোঝাই লরি, পিক আপ ভ্যান পুলিশ আটক করার পর এই প্রশ্নই সামনে উঠে আসছে। আগে প্রাচীন মূর্তি পাচারের করিডর ছিল এই এলাকা। বর্তমানে নিষিদ্ধ মাদক, চোরাই সেগুন কাঠ পাচারের স্বর্গরাজ্য! নবতম সংযোজন গরু, মোষ! গরু চুরি কাণ্ড সামনে আসার পর পুলিশের অতিসক্রিয়তায় গত ১ মাসে ৫৭টি গরু, মোষ উদ্ধার করেছে পুলিশ। যা পারাপারে ছিল না কোনও বৈধ নথি। যদিও পুলিশ কর্তারা জানান, তদন্তের স্বার্থে কিছুই বলা যাবে না এই মূহূর্তে।
advertisement

আজ ফের পিক‌আপ ভ্যান বোঝাই গরু আটক! বৈধ নথিপত্র ছাড়াই পিক‌আপ ভ্যান করে গরু নিয়ে যেতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় চালক সহ দু’জন। নকশালবাড়ির ধুলিয়া মোড়ের ঘটনা। উদ্ধার করা হয় তিনটি গরু। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনায় অন্য কেউ জড়িত কী না তা খতিয়ে দেখবে নকশালবাড়ি থানার তদন্তকারী পুলিশ অফিসার। গত এক মাসে নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া মিলিয়ে পুলিশের বিশেষ তল্লাশিতে উদ্ধার ৫৭টি গরু এবং মোষ, গ্রেফতার করা হয় ৬ জনকে ৷

advertisement

আরও পড়ুন- পঞ্চায়েত নিয়ে শুরু তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা 

কী উদ্দেশ্যে গরু, মোষ পারাপার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশ কর্তা। ধৃতদের জেরা করেই এই তথ্য বের করতে চায় তারা। বিহার এবং নেপালে পাচার করাই কি ছিল ছক? খতিয়ে দেখছে পুলিশ। আর এ নিয়েই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মূর্মূ। তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জড়িত। যদিও তা উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি পাল্টা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। আইন আইনের পথে চলছে।

advertisement

আটকের তালিকা-

২৬/০৯ -উদ্ধার ৪০টি গরু, মোষ। গ্রেফতার ঃ ৩

১৮/১০-উদ্ধার ৮টি গরু, গ্রেফতার নেই।

২৯/১০- উদ্ধার ১০টি গরু, মোষ। গ্রেফতার ঃ ১

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

০২/১১- উদ্ধার ৩টি গরু, মোষ। গ্রেফতার ঃ ২

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে ফের বৈধ নথি ছাড়া পারাপার, উদ্ধার ৩টি গরু, গ্রেফতার ২! গত এক মাসে উদ্ধার ৫৭টি গরু-মোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল