গোপন সূত্রের খবরের ভিত্তিতেই এই গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারদর প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই গাঁজা পাচারের ঘটনায় পুলিশ বিহারের মতিহার চম্পারনের বাসিন্দা দীনেশ সাহানী নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন - Digha Hotel: সমুদ্র ও হোটেলের মধ্যে বস্তি, মার খাচ্ছে হোটেল ব্যবসা, তারপর...
advertisement
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাজার পরিমান ২০৮ কেজি। বিহার যাওয়ার পথে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াখালি এলাকায় গাঁজা ভর্তি ট্রাকটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অসম নম্বরের এই ট্রাকে অভিনব কায়দায় বিশেষ চেম্বার বানিয়ে তাতে ২০ টি গাঁজার প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের উদ্দেশ্যে। আটক করা গাঁজার বর্তমান বাজার দর আনুমানিক ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। আটক করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত ট্রাকটিকেও। ধৃত পাচারকারীকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।
গত কয়েকদিনের মধ্যে দুবার এই বিপুল পরিমান মাদক আটকের ফলে প্রশাসনিক তৎপরতা ও দক্ষতার ক্ষেত্রে যতটা বাহবা কুড়িয়েছে শিলিগুড়ি জেলার পুলিশ; ঠিক ততটাই উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। কারণ হরকদম মাদক আটক তা-ও শিলিগুড়ির মতো বাণিজ্যিক শহরে স্নায়ুচাপ একটু হলেও বাড়িয়েছে পুলিশ-প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে। কপালে ভাঁজ পড়তে শুরু করেছে