আরও পড়ুন বাপ রে বাপ! ৯ ফুট লম্বা অজগর বাড়ির সামনে, শিলিগুড়িতে হুলস্থুল, দেখুন ছবি
ঘটনার সূত্রপাত দেশবন্ধু হিন্দি স্কুলে। পরে প্রধাননগর থানার আইসির নেতৃত্বে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। এদিন প্রধাননগর থানা ৭ জন এবং মাটিগাড়া থানা ৪জন ভুঁয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই কনস্টেবল পদের পরীক্ষার জন্যে ৭৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। আসল পরীক্ষার্থীদের বড় অংশ মালদা জেলার বাসিন্দা। বিহারের একটি চক্রের সঙ্গে যোগাযোগ করে। ডিল হয়ে যায়। সেই মতো অগ্রিম ৫ হাজার টাকা করে ভুঁয়ো পরীক্ষার্থীদের হাতে পৌঁছেও যায়। পাশাপাশি তাদের আসা এবং যাওয়ার ট্রেন ভাড়া ও থাকা, খাওয়ার ব্যবস্থাও করা হয়। লিখিত পরীক্ষায় পাশ হলে বাকি টাকা পেমেন্ট করার কথা হয়।
advertisement
বিহারের একটি দল পরীক্ষা দিতে গতকাল শিলিগুড়ি পৌঁছয়। আসল পরীক্ষার্থীদের পরিবারের লোকেরাও পৌঁছয়। শহরের একটি হোটেলেই সকলে উঠেছিল। রবিবার পরীক্ষা কেন্দ্রে যায় ভুঁয়ো পরীক্ষার্থীরা। সঙ্গে ছিল আসল পরীক্ষার্থীদের পরিবারের লোকেরাও। সব ঠিকঠাকই চলছিল। পরীক্ষা শুরুর পর দুই পরীক্ষার্থীর গোলমাল বাধ সাধে। প্রাথমিক জেরায় ৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকারও করেছে ধৃতেরা। ধৃত ভুঁয়ো পরীক্ষার্থী আসিফ কুমার জানায়, অগ্রিম ৫ হাজার টাকা নিয়েই পরীক্ষা দিতে বসেছিল। ধৃতদের আগামীকাল, সোমবার, শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে যাদের নামে পরীক্ষা দিতে এসেছিল, তাদেরকেও খুঁজছে পুলিশ। ধৃতদের জেরা করে মোট কতজন বিহার থেকে শিলিগুড়িতে এসেছিল, তা বের করতে চায় তদন্তকারী পুলিশ কর্তারা। এক পদস্থ পুলিশ কর্তা জানান, শহরের প্রতিটি কেন্দ্রেই কড়া নজরদারী ছিল।