নির্বাচনের প্রথম দিন থেকেই বারংবার খবরের শিরোনামে ছিল কোচবিহারের দিনহাটা মহকুমা। আর এবার কোচবিহারের দিনহাটা মহকুমায় দীর্ঘ সময়ের সবুজ আবিরে ঢেকে থাকা অংশকে কাটিয়ে গেরুয়া আবির দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা মহকুমার ১ নং ব্লক এলাকায় মোট ২১টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে বিজেপি। তাই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার কোন খামতি নেই বর্তমান সময়।
advertisement
আরও পড়ুন : কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
দিনহাটার ভেটাগুড়ি এলাকা নিশীথ প্রামানিকের গড় হিসেবে পরিচিত। আর সেখানেই বিজেপি ব্যাপক ভোট জয়লাভ করার ফোন ব্যাপক খুশি সকল জয়ী প্রার্থী ও কর্মী সমর্থক। জয়ের ব্যাপারে নিশীথ প্রামানিক জানান, “ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সমর্থক নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি। এত সন্ত্রাস ও এত হিংসাকে ভয় পেয়ে সরে যায়নি তাঁরা। তাই এই হয় সকল কর্মীদের জয়। এই জয় সকল প্রার্থীদের জয়। এই হয় সাধারণ মানুষের জয়।”