TRENDING:

Viral Café Restaurant: এমনটাও সম্ভব! নেশামুক্ত সমাজ গড়তে ক্যাফে, পরিণতিও হল অভাবনীয়

Last Updated:

সেখানে প্রায়শই বেশ কিছু ছেলে-মেয়েদের নেশা করতে দেখা যেত। ফলে এলাকার মানুষেরা রীতিমতো অস্বস্তিতে পড়ছিলেন। এবার তা রুখতেই স্থানীয় কিছু যুবক এখানে একটি ক্যাফে-রেস্তোরাঁ শুরু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহার সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্সা নদী। আর এই নদীবাঁধের উপর দিয়ে তৈরি হয়েছে কোচবিহারের বাইপাসের রাস্তা। সেখানে প্রায়শই বেশ কিছু ছেলে-মেয়েদের নেশা করতে দেখা যেত। ফলে এলাকার মানুষেরা রীতিমতো অস্বস্তিতে পড়ছিলেন। এবার তা রুখতেই স্থানীয় কিছু যুবক এখানে একটি ক্যাফে-রেস্তোরাঁ শুরু করেন।
advertisement

রেস্তোরাঁর এক কর্ণধার দেবজ্যোতি প্রামাণিক বলেন, “তাঁদের এই ক্যাফে শুরু করার মূলত একটাই উদ্দেশ্য। এলাকাকে নেশামুক্ত করতে বারবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। তবে এলাকা শুনশান থাকায় অন্ধকার নামলেই নেশাগ্রস্থদের আড্ডা স্থল হয়ে উঠত। এই ক্যাফে রেস্তোরাঁ করার পর থেকেই তার সমাধান হয়েছে।”

আরও পড়ুন: একটি মাইক্রোওয়েভ বানিয়েছে চিন, তা নিয়েই আতঙ্কে সব দেশ! কেন? ঘটনা শুনে ভয়ে শিউরে উঠছেন সকলে

advertisement

স্থানীয় বাসিন্দা প্রকাশ চক্রবর্তী বলেন, “এখন আর কেউ এখানে নেশা করতে আসে না। ক্যাফে থাকার ফলে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন চায়ের কাপ হাতে আড্ডা দিতে কিংবা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।” আরও এক কর্ণধার যীশু ভদ্র বলেন, “বর্তমান সময়ে এই ক্যাফে খোলার মাধ্যমে এলাকাকে তারা নেশা মুক্ত করা গিয়েছে। সন্ধে নামলেই যেভাবে এলাকায় নেশাগ্রস্তদের আনাগোনা বেড়ে উঠত, সেটা বন্ধ করা সম্ভব হয়েছে। তবে এই রেস্তোরাঁ কিন্তু শুধুমাত্র তাঁরা উপার্জনের জন্য খোলেননি। যুব সমাজকে নেশামুক্ত করতেই তাদের এই বিশেষ উদ্যোগ। “

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সকাল, দুপুর কিংবা সন্ধে- যে কোনও সময় এই রেস্তোরাঁয় এলে  প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সম্ভব। তাই এমন সুন্দর একটি ক্যাফে বহু মানুষের নজর আকর্ষণ করার মতো।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Café Restaurant: এমনটাও সম্ভব! নেশামুক্ত সমাজ গড়তে ক্যাফে, পরিণতিও হল অভাবনীয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল