TRENDING:

Citizenship Amendment Act: ট্রেন চলাচল ব্যাহত, অতিরিক্ত ভাড়া চাইছে বাস, নাজেহাল পর্যটকেরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
PARTHA PRATIM SARKAR
advertisement

#শিলিগুড়ি: ট্রেন চলাচল ব্যহত। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ বেসরকারী বাসের বিরুদ্ধে। চূড়ান্ত নাজেহাল পর্যটকেরা। ব্যবস্থা নেওয়ার নির্দেশ পর্যটনমন্ত্রীর। অতিরিক্ত বাস চালাচ্ছে NBSTC ৷

পাঁচ দিন পর বেশ কয়েকটি ট্রেন বুধবার থেকে চলাচল শুরু করছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ চালু হচ্ছে বুধবারে। কিছুটা হলেও ভোগান্তি কমবে। তবে ট্রেন বাতিলের জেরে এক লাফে কয়েকগুণ ভাড়া বাড়িয়েছে বেসরকারী পরিবহন সংস্থা । এনিয়ে অভিযোগ তুলেছে পর্যটকেরা। যেখানে সরকারী বাসের ভাড়া পাঁচশো থেকে ১০০০-এর মধ্যে। সেখানে শিলিগুড়ি থেকে কলকাতার বেসরকারী বাসের ভাড়া নেওয়া হচ্ছে ১৫০০ থেকে আড়াই হাজার টাকা। একে ট্রেন পরিষেবা পুরো স্বাভাবিক হয়নি। এতে দুর্ভোগ তো রয়েছেই। তারওপর বেসরকারী বাসের ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পর্যটকেরা। পাহাড় বা তরাই ঘুরে বাড়ি ফেরার পথে বিপাকে পর্যটকদের বড় অংশ। অতিরিক্ত ভাড়া নিয়ে সমস্যা আরও বাড়ল বৈকি!

advertisement

নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন অসীম গঙ্গোপাধ্যায়, সমীর সেনরা। তাদের দাবি, ঘুরতে এসে একেই ট্রেনের টিকিট বাতিল হওয়ায় সমস্যা। তারওপর অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছেন পর্যটকেরা। অনলাইনে বেসরকারী বাসের ভাড়া দেখেই এখন তাদের চক্ষু চড়ক গাছ! কিন্তু বাড়ি ফিরতে হবে। তাই অনেকেই চড়া দামে টিকিট কাটছেন।

অভিযোগ শুনে তৎপর রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী । অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট বেসরকারী পরিবহন সংস্থার বিরুদ্ধে বলেও জানান মন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে পর্যটক সহ নিত্য যাত্রীদের চাপ কমাতে উদ্যোগী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বৃহস্পতিবারে ১৮টি অতিরিক্ত সরকারী বাস চালাবে তারা। এরমধ্যে শিলিগুড়ি ডিপো থেকে ১০টি এবং কোচবিহার ডিপো থেকে ৮টি বাস চালাবে তারা। সংস্থার শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর দত্ত জানান, প্রয়োজনে শুক্রবারেও অতিরিক্ত বাস চালানো হবে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যদিও বুধবারেই চলবে দার্জিলিং মেল। বৃহস্পতিবার থেকে শতাব্দী এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেসও চলবে। তবে পদাতিক এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস কবে থেকে স্বাভাবিক হবে তা স্থির হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Citizenship Amendment Act: ট্রেন চলাচল ব্যাহত, অতিরিক্ত ভাড়া চাইছে বাস, নাজেহাল পর্যটকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল