পুজো পর কেমন আছে বক্সা ফোর্ট। জানতে চললাম আলিপুরদুয়ারের শেষ প্রান্তে ভূটান লাগোয়া এই গ্রামে। ইতিহাস মিশে আছে বাংলার এই প্রান্তিক গ্রামের সঙ্গে। দাবি করা হয়, এই গ্রামেই একদিন বন্দি হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই দুর্গ দেখতেই দেশ বিদেশ থেকে আসেন পর্যটকরা। কিন্তু এবার মন খারাপ বক্সা ফোর্টের। কারণ বৃষ্টি তাঁদের জীবনের মন্দার কারণ।
advertisement
বৃষ্টি নেই। আশ-পাশ ভরছে সবুজে। ছ'কিলোমিটার রাস্তা জুড়ে শুধু তারই আভা। আর কয়েকদিন পর কালীপুজো। আর বৃষ্টি চায় না বক্সার এই বাসিন্দারা। পাহাড় আর জঙ্গলে মিশে থাকা এই জনপদ তাকিয়ে থাকে তাদের হোম স্টে ব্যবসার দিকেই। এইটুকু জায়গার মধ্যে আছে মোট চোদ্দটি হোম স্টে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2019 7:46 PM IST