TRENDING:

বৃষ্টিতে ভেসে গিয়েছে দুর্গা পুজো, কালি পুজোর জন্য নতুন করে সাজছে বক্সা ফোর্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: বৃষ্টিতে ভেসে গিয়েছে দুর্গা পুজো। ব্যবসা হয়নি। এবার কালীপুজো আসছে। নতুন করে স্বপ্ন দেখছে বক্সা। আর বৃষ্টি চায় না সেখানারকার মানুষ। চায় নতুন রৌদ্রে শুধু পর্যটকদের মুখ।
advertisement

পুজো পর কেমন আছে বক্সা ফোর্ট। জানতে চললাম আলিপুরদুয়ারের শেষ প্রান্তে ভূটান লাগোয়া এই গ্রামে। ইতিহাস মিশে আছে বাংলার এই প্রান্তিক গ্রামের সঙ্গে। দাবি করা হয়, এই গ্রামেই একদিন বন্দি হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই দুর্গ দেখতেই দেশ বিদেশ থেকে আসেন পর্যটকরা। কিন্তু এবার মন খারাপ বক্সা ফোর্টের। কারণ বৃষ্টি তাঁদের জীবনের মন্দার কারণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃষ্টি নেই। আশ-পাশ ভরছে সবুজে। ছ'কিলোমিটার রাস্তা জুড়ে শুধু তারই আভা। আর কয়েকদিন পর কালীপুজো। আর বৃষ্টি চায় না বক্সার এই বাসিন্দারা। পাহাড় আর জঙ্গলে মিশে থাকা এই জনপদ তাকিয়ে থাকে তাদের হোম স্টে ব্যবসার দিকেই। এইটুকু জায়গার মধ্যে আছে মোট চোদ্দটি হোম স্টে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বৃষ্টিতে ভেসে গিয়েছে দুর্গা পুজো, কালি পুজোর জন্য নতুন করে সাজছে বক্সা ফোর্ট