প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে আবাসন। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতীক আগরওয়াল। তাঁর মাথায় গুলির আঘাত পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
রেলযাত্রীদের জন্য সুখবর! ২২আগস্ট থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন! কোন রুটে দেখে নিন
সকালে ক্লাস নিয়েছিলেন অঙ্কের স্যর, টিফিনের পরেই স্কুলের দু’তলার ১৮ নম্বর ঘরে তাঁর মর্মান্তিক পরিণতি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক অনুমান আত্মঘাতি হলেও ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন এমন পদক্ষেপ করলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। পরিবার-পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে।
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। সঙ্গে সঙ্গেই খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ পৌঁছে প্রতীকবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে।
ঠিক কী কারণে আত্মঘাতি হলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। ঘটনার সূত্র ধরে একাধিক দিক খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।