জানা যাচ্ছে, যাত্রীবোঝাই বাসটি অসম থেকে বিহার যাচ্ছিল। যাত্রীদের মধ্যে অধিকাংশই ইটভাটার শ্রমিক। এদিন ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। চালকের চোখ ঘুমে জড়িয়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুনঃ ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, এই জিনিস ভরিয়ে দিচ্ছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা পেয়েছেন ‘লটারি’
এই দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। আহত হয়েছেন চালক সহ ২০ জন যাত্রী। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
advertisement
আলোর উৎসব দীপাবলি, ভাইফোঁটা সবে মিটেছে। তবে উৎসবের আমেজ এখনও পুরোপুরি কাটেনি। এই আবহে জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। ভুট্টাবোঝাই ট্রাকের পিছনে যাত্রীবোঝাই বাসের ধাক্কায় একাধিক জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশুও আছে। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে এখন সেটাই দেখার।
