TRENDING:

Bus Accident: যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ! দুমড়েমুচড়ে গেল...! ভয়াবহ দুর্ঘটনায় আহত চালক সহ ২০

Last Updated:

Bus Accident: এই দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। আহত হয়েছেন চালক সহ ২০ জন যাত্রী। জখমদের মধ্যে বেশ কয়েক জন মহিলা ও শিশুও রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু করঃ উৎসবের মরশুমে ফের মর্মান্তিক দুর্ঘটনা। ভুট্টাবোঝাই ট্রাকের পিছনে যাত্রীবোঝাই বাসের ধাক্কায় চালক সহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের গন্ডারমোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
দুমড়েমুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ
দুমড়েমুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ
advertisement

জানা যাচ্ছে, যাত্রীবোঝাই বাসটি অসম থেকে বিহার যাচ্ছিল। যাত্রীদের মধ্যে অধিকাংশই ইটভাটার শ্রমিক। এদিন ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। চালকের চোখ ঘুমে জড়িয়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, এই জিনিস ভরিয়ে দিচ্ছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা পেয়েছেন ‘লটারি’

এই দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। আহত হয়েছেন চালক সহ ২০ জন যাত্রী। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

আলোর উৎসব দীপাবলি, ভাইফোঁটা সবে মিটেছে। তবে উৎসবের আমেজ এখনও পুরোপুরি কাটেনি। এই আবহে জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। ভুট্টাবোঝাই ট্রাকের পিছনে যাত্রীবোঝাই বাসের ধাক্কায় একাধিক জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশুও আছে। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে এখন সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bus Accident: যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ! দুমড়েমুচড়ে গেল...! ভয়াবহ দুর্ঘটনায় আহত চালক সহ ২০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল