TRENDING:

কম পয়সায় ব্রাউন সুগারের নেশা! পুলিশের চোখে ধুলো দিয়ে... মালদহে গোপন অভিযানে ফাঁস কুকীর্তি, কীভাবে সম্ভব?

Last Updated:

মালদহের কালিয়াচক থেকে বিহারের আড়াড়িয়া, চলত মাদক পাচারের বড় চক্র। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিয়াচক, মালদহ, ঝন্টু মন্ডলঃ মালদহে মাদক পাচার অভিযানে পুলিশের বড় সাফল্য। তিনটি পৃথক ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে মালদহ পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ২ কেজি ৮০০ গ্রাম ব্রাউন সুগার। তিনটি ঘটনায় এক মহিলা-সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাচারের কোনও না কোনও নতুন পদ্ধতি কাজে লাগাচ্ছিল মাদক কারবারিরা। তবে শেষমেশ পুলিশের জালে পড়তে হল ধরা। মালদহের কালিয়াচক থেকে বিহারের আড়াড়িয়া, চলত মাদক পাচারের বড় চক্র।
Brown Sugar Smuggling
Brown Sugar Smuggling
advertisement

একই সঙ্গে মাদক কারবার ও মাদক পাচার চক্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছিল। সেই সূত্রের ভিত্তিতেই মালদহ পুলিশ, কলকাতা এসটিএফ, এবং জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ তিন জায়গায় অভিযান চালায়। আর তিনটি অভিযানই সফল হয়। প্রথমটি, মালদহের কালিয়াচকের সুজাপুরে ৫২০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয় মহম্মদ রাজিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে। তার বাড়ি কালিয়াচকের শেরশাহী এলাকায়। গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে মাদক-সহ গ্রেফতার করেছে।

advertisement

আরও পড়ুনঃ মালদহে গ্রেফতার বাংলাদেশি যুবক! কী উদ্দেশে ভারতে প্রবেশ? চমকে দেবে সেই কারণ!

অন্যদিকে কালিয়াচকের জালালপুরের নাতিবপুর থেকে বিপুল পরিমাণ মাদক-সহ দু’জন গ্রেফতার হয়েছে। কালিয়াচক পুলিশ, ক্রাইম মনিটরিং গ্রুপ এবং কলকাতা এসটিএফ ওই এলাকায় অভিযান চালায়। উদ্ধার হয় দেড় কেজিরও বেশি ব্রাউন সুগার। ধৃত দু’জনের মধ্যে একজন কালিয়াচকের শ্মশানীর বাসিন্দা সামাদ শেখ। অপরজন কালিয়াচকের শাহেদপুর মির্জাপুরের বাসিন্দা শামীমা আকতার।

advertisement

আরও পড়ুনঃ অশ্লীলতা ছাড়াল সব সীমা, পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই ভোজপুরী গানে তুমুল নাচ, পড়ুয়াদের ভিডিও ঘিরে ছিঃ ছিঃ

তৃতীয় অভিযানে মালদহের ইংরেজবাজারের রথবাড়ি এলাকা থেকে ৮০০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয় শাহাদাত হোসেন নামে এক যুবককে। ওই যুবক কালিয়াচকের ফতেখানি এলাকার বাসিন্দা। এক্ষেত্রেও মাদক সরবরাহকারী হিসেবে উঠে আসে কালিয়াচকের মহম্মদ সালাম শেখের নাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, এই সমস্ত মাদক মালদহ থেকে বিহারের আড়াড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিহারের আড়াড়িয়ার বাসিন্দা আরও তিন মাদক কারবারির নাম পুলিশের হাতে এসেছে। মালদহে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে আরও গতি আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কম পয়সায় ব্রাউন সুগারের নেশা! পুলিশের চোখে ধুলো দিয়ে... মালদহে গোপন অভিযানে ফাঁস কুকীর্তি, কীভাবে সম্ভব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল