Bhojpuri Dance During Exam: অশ্লীলতা ছাড়াল সব সীমা, পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই ভোজপুরী গানে তুমুল নাচ. পড়ুয়াদের ভিডিও ঘিরে ছিঃ ছিঃ

Last Updated:

Bhojpuri Dance During Exam: বর্তমানে ওই স্কুলে চলছে ইউনিট টেস্ট পরীক্ষা। তার মাঝেই ছাত্রদের এই কীর্তি।

+
মালদহের

মালদহের মহেন্দ্রপুর হাই স্কুলে ভোজপুরি গানে নাচ ছাত্রদের

মালদহ:  পরীক্ষা চলাকালীন নাচের তালে মগ্ন ছাত্ররা। ভোজপুরি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভিডিও। স্কুলের মধ্যেই স্কুলের পোশাক পড়ে উচ্চস্বরে চটুল ভোজপুরি গান বাজিয়ে কোমর দুলিয়ে নাচ ছাত্রদের। যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়াতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলের ঘটনা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে পরীক্ষার দিনে ওই স্কুলের নবম এবং দশম শ্রেণীর বেশ কয়েকজন ছাত্র বহুল প্রচারিত চটুল একটি ভোজপুরি গানে নাচ করছে। সেই ভিডিও আবার তারা সামাজিক মাধ্যমেও ছড়িয়েছে। যার পরেই প্রশ্ন উঠেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। জানা গিয়েছে, বর্তমানে ওই স্কুলে চলছে ইউনিট টেস্ট পরীক্ষা। তার মাঝেই ছাত্রদের এই কীর্তি।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষকের দাবি এই ঘটনা কাম্য নয়। ওই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠান হয়েছে। ছাত্রদের বিরুদ্ধে  কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মহেন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ হোসেন।
advertisement
উল্লেখ্য জেলা জুড়ে উচ্চ বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে ইউনিট টেস্ট পরীক্ষার। পরীক্ষা চলাকালীন নবমের দশম শ্রেণীর ছাত্রদের এমন কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলেছে স্কুলের শিক্ষা ব্যবস্থা।
GM Momin
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bhojpuri Dance During Exam: অশ্লীলতা ছাড়াল সব সীমা, পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই ভোজপুরী গানে তুমুল নাচ. পড়ুয়াদের ভিডিও ঘিরে ছিঃ ছিঃ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement