মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার গন্ডালের বাসিন্দা মহম্মদ সাব্বির চোপড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গতকাল রাতে আর টি ভ্যানে টহলদারিতে অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে ডিউটি দিচ্ছিলেন তিনি।
গভীর রাতে চোপড়া থানার কালাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কারও সাথে কথা বলছিলেন কনস্টেবল মহম্মদ সাব্বির। অভিযোগ, দুই দুস্কৃতী মোটরবাইকে এসে মহম্মদ সাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কনস্টেবল মহম্মদ সাব্বিরের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 08, 2019 8:46 AM IST