আরও পড়ুন: জলের তলায় বিঘা বিঘা পাটের জমি! মাথায় হাত না দিয়ে সেরে ফেলুন ছোট্ট এই কাজ
পরিবার সূত্রে জানা যায়, বিগত দু’দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল আশিক। তবে গতকাল রাতে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। এমনকি বাড়ি ফেরার বিষয়ে নিজে ফোনও করেছিল আশিক। কিন্তু হঠাৎ করেই রাত্রি আড়াইটা নাগাদ তাঁর বন্ধু এসে খবর দেয় আশিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের সেখানে যেতে হবে। বিষয়টি বন্ধুর মুখ থেকে শুনেই পরিবারের সদস্যরা রাতেই ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে তপন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আশিকের মৃত্যুর পিছনে কি কোনও পারিবারিক বিবাদ, না কি এটি নিছকই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
advertisement