TRENDING:

ক্লাবেরা ব্যস্ত পুজো নিয়ে, এদিকে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট! অকূল পরিস্থিতিতে এগিয় এল জলপাইগুড়ি পুলিশ

Last Updated:

Blood Donation Camp: একদিকে পুজোর আনন্দ অন্যদিকে পুজোর মুখে ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট। ব্লাড ব্যাঙ্কে মিলছে না রক্ত। রক্ত সঙ্কট মেটাতে বড় পদক্ষেপ নিল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। গোটা বাংলা মেতে উঠেছে পুজোর আনন্দে। একদিকে পুজোর আনন্দ অন্যদিকে পুজোর মুখে ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে মিলছে না রক্ত। পুজোর মরশুমে বিভিন্ন ক্লাব ও সংগঠন পুজো নিয়েই ব্যস্ত হয়ে পড়েন ফলে রক্তদান শিবিরের আয়োজন হয়ে ওঠে না। তাই জলপাইগুড়ি জেলার রক্ত সঙ্কট মেটাতে বড় পদক্ষেপ নিল পুলিশ।
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যগে আয়োজিত হল রক্তদান শিবির
জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যগে আয়োজিত হল রক্তদান শিবির
advertisement

ট্রাফিক গার্ডের উদ্যোগে জলপাইগুড়ি পুলিশ লাইনে রক্তদান শিবির আয়োজিত হল। শনিবার সকাল থেকে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারন মানুষ, মহিলারাও এগিয়ে এসে রক্ত দিলেন শিবিরে। এই সময় পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মীরা। রক্তদান শিবিরের আয়োজন কমে যায়। ফলে পুজোর আগে ও পরে রক্ত সঙ্কট তৈরি হয় ব্লাড ব্যাঙ্কগুলোতে।

advertisement

আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বারাসাতের মঞ্চ থেকে SSC নিয়েও সুর চড়ালেন সুকান্ত মজুমদার

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ ইউনিট রক্তের প্রয়োজন পড়ে। সেখানে শনিবার ব্লাড ব্যাঙ্কে রক্ত রয়েছে মাত্র ১১ ইউনিট। এই পরিস্থিতিতে আগাম ব্যবস্থা নিল পুলিশ। সংগৃহীত রক্ত জমা থাকবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে।

advertisement

আরও পড়ুনঃ রাজ্য সরকারের ঘোষণার পরেও মিলছে না বোনাস! উলটে চম্পট দিচ্ছেন মালিকরা, ভয়ঙ্কর অভিযোগ চা বাগানে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত আট মাসে জলপাইগুড়ি জেলায় শিবির করে ১৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। এতে মুমূর্ষু রোগীদেরও যেমন সুবিধা হবে। তেমনই আপৎকালীন সময়ে রক্তের সমস্যা কাটিয়ে ওঠা অনেকটাই সম্ভব হবে বলে আশা করছে জলপাইগুড়ি জেলা পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ক্লাবেরা ব্যস্ত পুজো নিয়ে, এদিকে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট! অকূল পরিস্থিতিতে এগিয় এল জলপাইগুড়ি পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল