ট্রাফিক গার্ডের উদ্যোগে জলপাইগুড়ি পুলিশ লাইনে রক্তদান শিবির আয়োজিত হল। শনিবার সকাল থেকে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারন মানুষ, মহিলারাও এগিয়ে এসে রক্ত দিলেন শিবিরে। এই সময় পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মীরা। রক্তদান শিবিরের আয়োজন কমে যায়। ফলে পুজোর আগে ও পরে রক্ত সঙ্কট তৈরি হয় ব্লাড ব্যাঙ্কগুলোতে।
advertisement
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ ইউনিট রক্তের প্রয়োজন পড়ে। সেখানে শনিবার ব্লাড ব্যাঙ্কে রক্ত রয়েছে মাত্র ১১ ইউনিট। এই পরিস্থিতিতে আগাম ব্যবস্থা নিল পুলিশ। সংগৃহীত রক্ত জমা থাকবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের ঘোষণার পরেও মিলছে না বোনাস! উলটে চম্পট দিচ্ছেন মালিকরা, ভয়ঙ্কর অভিযোগ চা বাগানে
গত আট মাসে জলপাইগুড়ি জেলায় শিবির করে ১৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। এতে মুমূর্ষু রোগীদেরও যেমন সুবিধা হবে। তেমনই আপৎকালীন সময়ে রক্তের সমস্যা কাটিয়ে ওঠা অনেকটাই সম্ভব হবে বলে আশা করছে জলপাইগুড়ি জেলা পুলিশ।