পুরাতন মালদহের ছাতিয়ান মোড় থেকে র্যালি শুরু হয়ে সাহাপুর মোড় এলাকায় র্যালি শেষ হয়। এদিনের প্রচার কর্মসূচি থেকে বাংলার নব নির্মাণের ডাক দেন বিজেপি নেতৃত্ব। আগামী ৯ জুন সকাল ১১ টায় ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখবেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। ওই বক্তব্য সরাসরি শোনার জন্য সাধারণ মানুষ যাতে বিভিন্ন টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন সে বিষয়ে এদিন প্রচার চালানো হয়। সাংসদ অভিযোগ করে বলেন, রাজ্যে আমফানের টাকা লুট হচ্ছে। করোনার মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ। বিরোধীদেরও রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যাপারেও রাজ্যে সুস্পষ্ট নীতি নেই। এদিন সাইকেল চালিয়ে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষয়ক্ষতির হিসেব সরকারের কাছে বুঝে নেওয়ার পরামর্শও দেওয়া হয়। র্যালিতে বিজেপির জেলা নেতারাও অনেকেই উপস্থিত ছিলেন।
advertisement
Sebak Deb Sharma