দীপক বর্মন ছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শংকর ঘোষ, মনোজ টিগগা-সহ অন্যান্য নেতৃত্ব। ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি এবং আইজি আইন শৃঙ্খলাকে চিঠি পাঠিয়ে প্রতিনিধি দলের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। আজ, শুক্রবার সকাল ১০ টা নাগাদ জলপাইগুড়ি জেলার চালসা থেকে এই প্রতিনিধি দল মাল নদীর উদ্দেশ্যে রওনা দেবে। বুধবার রাতে জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে ভিড় করেছিলেন বহু মানুষ ৷
advertisement
রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে ৷ মুহূর্তের মধ্যে নদী ছেড়ে নিরাপদ স্থানে উঠে আসার চেষ্টা করেন অনেকে। কিন্তু ২৫ জনের বেশি মানুষকে জলে টেনে নিয়ে যায়। বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে এমন মর্মান্তিক ঘটনায় বুধবার রাতেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন তিনি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, ‘‘দুর্গা বিসর্জন চলাকালীন জলপাইগুড়ির মাল নদীতে একটি মর্মান্তিক আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ৮ জন। প্রার্থনা করি, তাঁদের পরিবার যেন এই কঠিন সময়ে শক্তি পায়। ১৩ জন আপাতত মাল এসএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন, আমি তাঁদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। এনডিআরএফ এবং এসডিআরএফ-এর উদ্ধারকাজ এখনও চলছে। পুলিশ, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যুবকদের প্রচেষ্টায় প্রায় ৭০ জনকে উদ্ধার করা গিয়েছে। আমি তাঁদের নিঃস্বার্থ সেবার প্রশংসা জানাচ্ছি।’’
এদিকে দুর্ঘটনার পর পরই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই দুর্ঘটনার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন, মালবাজারের ঘটনা দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত খুন'। বিজেপি সূত্রের খবর, প্রতিনিধিদল আজ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য বিজেপি নেতৃত্বকে রিপোর্ট পেশ করবে।