ঝড় তো নয় এ যেন সুনামি। আর সেই সুনামির ধাক্কায় উড়ে গেল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট, দুই পুরসভারই পুনরায় দখল নিল তৃনমুল। উনিশের লোকসভা নির্বাচনে পদ্ম ঝড় দেখেছিল এই জেলা। কিন্তু বিধানসভা ভোটে সেই ঝড় ছিল অনেকটাই স্তিমিত। কিন্তু বাইশের পুরভোটে জেলা দেখল সবুজ সুনামি। এই সুনামি যে ধেয়ে আসতে চলেছে সেটা কিন্তু ৪ পুরনিগমের ফলই ইঙ্গিত দিয়ে দিয়েছিল আগেভাগেই।
advertisement
আরও পড়ুন: বিলীন গেরুয়া, ফুটে উঠল লাল আভা, বঙ্গ রাজনীতিতে আরও কোনঠাসা বিজেপি!
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজস্ব জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ২টি পুরসভায় এবারে ভোট হয়েছিল শান্তিপূর্ণ ভাবে। বালুরঘাট ও গঙ্গারামপুর- দু'টি পুরসভাতেই কার্যত বিজেপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতা দখল করেছে তৃণমূল। বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে ফুটেছে ঘাসফুল। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। কোথাও নেই বিজেপি। গঙ্গারামপুরের ১৮টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল।
আরও পড়ুন: কামারহাটিতে জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা! মিত্র পরিবারে খুশির হাওয়া...
ভোটের আগে রাজ্য সরকার পরিচালিত পুরসভার বিভিন্ন আর্তসামাজিক উন্নয়নমুলক স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী প্রকল্পগুলিই শাসক দলকে অনেকটা এগিয়ে গিয়েছে বলে মেনে নিচ্ছেন জেলার বিরোধী নেতারাও। একই সঙ্গে বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, ছাপ্পা ও অশান্তি ভরা এই নির্বাচন প্রহসন ছাড়া আর কিছু নয়।
তবে ভোটের ফলাফল জানান দিচ্ছে তৃণমুলের সুনামিতে বিজেপি সর্বত্রই ভ্যানিশ। বরঞ্চ মাঠে থাকছেন বামেরা।
Anup Sanyal