আরও পড়ুন: শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক, ইসলামপুরে ছাত্র সংঘর্ষে নিহত আরও ১
এদিন বিভিন্ন জায়গায় বনধ ঘিরে উত্তেজনা। সরকারি বাসে ভাঙচুর। কোথাও আবার পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের বচসা।
বিজেপির বনধের তেমন প্রভাব পড়েনি ৷ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক ৷ ইসলামপুরে জাতীয় সড়ক অবরোধ বিজেপির ৷ রায়গঞ্জে বনধ সমর্থক-পুলিশের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ রায়গঞ্জে ২টি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে ৷ ঘটনায় ৩ বনধ সমর্থককে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: আগামী দু’ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্কের জেরে দ্বারিভিটা হাইস্কুলের সামনে উত্তেজনা তৈরি হয়৷ ইসলামপুরে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা৷ পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলেই তুমুল সংঘর্ষ বাঁধে৷ পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু করে পড়ুয়ারা৷ পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেটও ছোড়ে পুলিশ৷ স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের সূত্রপাত। দ্বারিভিটা হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা। গ্রামবাসীদের অভিযোগ, ছাত্রীদের গায়ে হাত দেয় পুলিশ। শ্লীলতাহানি করারও চেষ্টা করে পুলিশকর্মীরা।
আরও পড়ুন: বন্ধ হয়ে যেতে চলেছে আপনার ATM কার্ড !