পায়ের তলার মাটি সরে গেছে। নিজের অস্তিত্ব প্রমাণ দিতে গোপন ডেরা থেকে সম্প্রতি ফের অডিও বার্তায় বিনয় তামাংয়ের বিরুদ্ধে পাহাড়ের অন্য দলগুলিকে একজায়গায় আসার বার্তা দেন একদা পাহাড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তারপরই প্রকাশ্য সভায় বিমল গুরুংকে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিনয় তামাং। যাঁকে প্রকাশ্যে এ ভাবে গুরুংকে নিশানা করতে আগে দেখা যায়নি।
advertisement
দীর্ঘ কয়েক মাস ধরেই বিমল গুরুং পলাতক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে। পাহাড় ও জিটিএর রাশ এখন বিনয় তামাংয়ের হাতে। রবিবার কার্শিয়ঙের সভা থেকে তিনি জিএনএলএফ-সহ পাহাড়ের অনান্য দলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন।
সোমবার থেকে উত্তরবঙ্গে সফর শুরু মুখ্যমন্ত্রীর। তার আগের দিন, বিমল গুরুংকে নিশানা করে সুর চড়ালেন বিনয় তামাং।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2018 8:04 PM IST