TRENDING:

সাহস থাকলে প্রকাশ‍্যে আসুন, বিমল গুরুংকে হুঁশিয়ারি বিনয় তামাঙের

Last Updated:

সাহস থাকলে প্রকাশ‍্যে আসুন। কার্শিয়ঙের সভা থেকে বিমল গুরুংকে চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিনয় তামাং। এই প্রথম প্রকাশ্য সভায় গুরুংকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিনয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: সাহস থাকলে প্রকাশ‍্যে আসুন। কার্শিয়ঙের সভা থেকে বিমল গুরুংকে চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিনয় তামাং। এই প্রথম প্রকাশ্য সভায় গুরুংকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিনয়।
advertisement

পায়ের তলার মাটি সরে গেছে। নিজের অস্তিত্ব প্রমাণ দিতে গোপন ডেরা থেকে সম্প্রতি ফের অডিও বার্তায় বিনয় তামাংয়ের বিরুদ্ধে পাহাড়ের অন্য দলগুলিকে একজায়গায় আসার বার্তা দেন একদা পাহাড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তারপরই প্রকাশ্য সভায় বিমল গুরুংকে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিনয় তামাং। যাঁকে প্রকাশ‍্যে এ ভাবে গুরুংকে নিশানা করতে আগে দেখা যায়নি।

advertisement

দীর্ঘ কয়েক মাস ধরেই বিমল গুরুং পলাতক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে। পাহাড় ও জিটিএর রাশ এখন বিনয় তামাংয়ের হাতে। রবিবার কার্শিয়ঙের সভা থেকে তিনি জিএনএলএফ-সহ পাহাড়ের অনান‍্য দলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমবার থেকে উত্তরবঙ্গে সফর শুরু মুখ্যমন্ত্রীর। তার আগের দিন, বিমল গুরুংকে নিশানা করে সুর চড়ালেন বিনয় তামাং।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সাহস থাকলে প্রকাশ‍্যে আসুন, বিমল গুরুংকে হুঁশিয়ারি বিনয় তামাঙের