TRENDING:

পাহাড়ে আরও কোণঠাসা বিমল গুরুং, সঙ্গ ছাড়লেন ডানহাত স্যামুয়েল গুরুংও

Last Updated:

দিলীপ ঘোষের ওপর আক্রমণের পরদিনই শুক্রবার আরও কোণঠাসা হলেন বিমল গুরুং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: দিলীপ ঘোষের ওপর আক্রমণের পরদিনই শুক্রবার আরও কোণঠাসা হলেন বিমল গুরুং। পাহাড়ের নতুন নেতা হিসাবে জনপ্রতিনিধিদেরও সমর্থন আদায় করে নিলেন বিনয় তামাং। কার্শিয়াঙের পুরসভার সব মোর্চা কাউন্সিলররা বিনয়ের পাশে। বিমলের সঙ্গ ছাড়লেন একদা তার ডানহাত স্যামুয়েল গুরুংও। যদিও একাধিক মামলায় অভিযুক্ত বিমলের পাশে থাকছেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর সিকিমযাত্রা নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement

মলের প্রভাব আরও খর্ব হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি এবার বিনয় তামাঙকে সমর্থন মোর্চা জনপ্রতিনিধিদেরও। শুক্রবার নজিরবিহীনভাবে মোর্চা কাউন্সিলররা সমর্থন জানালেন বিনয় তামাঙকে। পাহাড়ের অসিসংবাদিত নেতা হিসাবে উত্থান হল বিনয়ের।

বিমল গুরুঙের সঙ্গ ছেড়েছেন তার ডানহাত স্যামুয়েল গুরুংও। বিমলের হয়ে জিটির কাজ নিয়ন্ত্রণ করতেন স্যামুয়েল। এখনও গোপন ডেরায় নিজের রাজ্যপাট হাতছাড়া হওয়াটা দেখতে হচ্ছে একদা পাহাড়ের মুকুটহীন সম্রাটকে। নতুন করে তাকে হুঁশিয়ারি দিয়েছেন বিনয় তামাং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

পাহাড়ে জনসমর্থন হারালেও বিমলের পক্ষেই রয়েছেন দিলীপ ঘোষ। বিমল গুরুঙের সঙ্গে ফোনে কথাও বলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই দেন পাশে থাকার বার্তা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে আরও কোণঠাসা বিমল গুরুং, সঙ্গ ছাড়লেন ডানহাত স্যামুয়েল গুরুংও