TRENDING:

Bimal Gurung: আমরণ অনশনে বসছেন বিমল গুরুং! ফের সংঘাত? অশান্তির সেই দিন ফিরবে পাহাড়ে?

Last Updated:

Bimal Gurung: জিটিএ ভোটের বিরোধিতায় আমরণ অনশনের হুঁশিয়ারি গুরুংয়ের, চৌরাস্তাতেই অনশন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: জিটিএ আর নয়। চাই বিকল্প। আগে পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই জলপাইগুড়িতে বিধানসভা নির্বাচনী প্রচার এবং কার্শিয়ংয়ের প্রশাসনিক বৈঠকে এই সমস্যার সমাধান হবে বলে ঘোষণা করেছিলেন। অথচ এখন জিটিএ ভোট করতে চাইছে রাজ্য। গত মাসে পাহাড় সফরে এসেও আঞ্চলিক তিন দলের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও মোর্চা প্রতিনিধি দল সাফ জানিয়ে দেয়, জিটিএ ভোট চাই না। জিটিএ'র নির্বাচনের বিরোধীতায় গোর্খা জনমুক্তি মোর্চা। পুরনো সিদ্ধান্তেই অটুট তারা।
ফের সংঘাত?
ফের সংঘাত?
advertisement

শনিবার দার্জিলিংয়ে দলের টাউন কমিটির ডাকে এক সভায় যোগ দিয়ে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং হুঁশিয়ারি দিয়েছেন, জিটিএ'র ভোট রাজ্য জোর করে করাতে চাইলে চৌরাস্তায় আমরণ অনশনে বসবেন তিনি। তার আগে রিলে অনশন হবে। কেন চৌরাস্তায় অনশন? গুরুংয়ের সাফ যুক্তি, পাহাড়ে পর্যটকেরা ভিড় জমিয়েছেন। সবাই জানে পাহাড় শান্ত। রাজনৈতিক অস্থিরতা নেই পাহাড়ে। বাস্তবে কী ছবি, তা দেখতে পারবেন পর্যটকেরা।

advertisement

আরও পড়ুন: 'এ ধরনের অনেক নেটওয়ার্ক কাজ করছে', ফের বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের! বিষয়টা কী?

গত এপ্রিলে কালিম্পংয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দেয় মোর্চা। যদিও সেই বৈঠকে অনীত থাপা, অজয় এডওয়ার্ডদের দল অংশ নেয়নি। ওই বৈঠকের গৃহীত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর কথা মতোই তারা একটি বিকল্প প্রস্তাব রাজ্যের কাছে পাঠিয়েছেন। দ্রুত পাহাড় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা ডাকারও দাবী জানিয়েছেন তিনি। আজ এই ইস্যুতে ২ পাতার চিঠিও মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন গুরুং। তিনি লিখেছেন ২০১১ সালে জিটিএ চুক্তি সাক্ষরিত হওয়ার সময়ে যা যা উল্লেখ ছিল, তার অনেকটাই কার্যকরী হয়নি। আগে সেগুলি মেটাক। নইলে ২১ বছর ধরে বন্ধ থাকা পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনও হোক।

advertisement

আরও পড়ুন: বাংলায় আগেভাগেই ঢুকছে বর্ষা? রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! জানুন...

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জিটিএ নির্বাচনের পক্ষে রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং হামরো পার্টি। বিরোধিতায় বিজেপি, জিএনএলএফ সহ আরও কয়েকটি দল। এদিন জিটিএ বিরোধী সব দলকে নিয়ে একযোগে আন্দোলনেরও ডাক দিয়েছেন গুরুং। তাহলে কি বিজেপির সঙ্গে এক মঞ্চে ফের গুরুং? গুরুংয়ের চটজলদি জবাব, "না"!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bimal Gurung: আমরণ অনশনে বসছেন বিমল গুরুং! ফের সংঘাত? অশান্তির সেই দিন ফিরবে পাহাড়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল