আরও পড়ুন, বাংলায় আজ প্রবেশ করছে রাহুলের ন্যায় যাত্রা, চলবে ৭ দিন ধরে
জানা গিয়েছে, দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। তাই জন্য তিনি দিল্লি উড়ে যাচ্ছেন। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির। আবার ২৮ জানুয়ারি সকাল বেলায় ফালাকাটার টাউন ক্লাবে কংগ্রেসের ন্যায় যাত্রায় তিনি অংশগ্রহণ করবেন। ফলে আপাতত কোচবিহার থেকে ন্যায়যাত্রা ২৬ এবং ২৭ তারিখ দুইদিন স্থগিত থাকবে।
advertisement
কংগ্রেস সূত্রে খবর, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন রাহুল গান্ধি। তবে তিনি ২৭ এবং ২৮ তারিখ ফিরবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ এই তথ্য দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, “ভারত জোড়ো, ন্যায় যাত্রায় অংশগ্রহণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত পাঁচ মিনিটের জন্য আসুন তিনি।” তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানালেন কংগ্রেস নেতা।
রাজকুমার কর্মকার