TRENDING:

বাংলায় লেখা ছাড়া চলবেই না, মহালয়ার দিন থেকে ঝলমল করবে সাইনবোর্ড! না মানলে বড় শাস্তি

Last Updated:

Bengali Signboard : মহালয়ার দিন থেকেই বদলে যাচ্ছে জলপাইগুড়ি শহরের চেহারা। শহরের প্রতিটি দোকান, অফিস, শপিং মল বা গ্লো-সাইন বোর্ড, সবেতেই এবার থেকে বাংলায় লেখা বাধ্যতামূলক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: মহালয়ার দিন থেকেই বদলে যাচ্ছে জলপাইগুড়ি শহরের চেহারা। শহরের প্রতিটি দোকান, অফিস, শপিং মল বা গ্লো-সাইন বোর্ড, সবেতেই এবার থেকে বাংলায় লেখা বাধ্যতামূলক। মাতৃ পক্ষের সূচনা মুহূর্তে এমনই অভিনব পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

জানা গিয়েছে, পুর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই কাজ করতে হবে। সূত্রের খবর, প্রতিটি প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ডে সবচেয়ে উপরে বড় হরফে বাংলায় থাকতে হবে। যদিও বাংলা ছাড়া অন্য ভাষা বা ইংরেজি ব্যবহার করা যাবে। কিন্তু যে কোনও সাইনবোর্ডের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বাংলাকে। এমনটা না করলে বড় পদক্ষেপ করবে পুর কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন : হাতির সাফারিতে আর ভোরে লাইনে দাঁড়াতে হবে না! দরজা খোলার আগেই বড় সুখবর দিল জলদাপাড়া

জানা গিয়েছে, নিয়ম ভঙ্গ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে পুরসভা। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এই ধরণের বিক্ষিপ্তচ ঘটনা এখনও সামনে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

advertisement

আরও পড়ুন : স্ত্রীহারা বৃদ্ধের অদম্য জেদ, ৭০ বছরেও হাল ছাড়েননি! পাথর শিল্পীর গল্প অবাক করবে আপনাকে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, মহালয়ার দিন পাঁচটি দোকানের সাইনবোর্ড বাংলায় লিখে এই কর্মসূচির সূচনা হবে। তবে এই কর্মসূচি চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহলও। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জলপাইগুড়ি পুরসভার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন শহরবাসীও।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাংলায় লেখা ছাড়া চলবেই না, মহালয়ার দিন থেকে ঝলমল করবে সাইনবোর্ড! না মানলে বড় শাস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল