উত্তরবঙ্গে বরাবরই এডভেঞ্চার ট্যুরিজমের চাহিদা রয়েছে। দেশ এবং বিদেশের বহু পর্যটকই ছুটে আসেন এডভেঞ্চারের টানে। সে ট্রেকিং করে পাহাড়ে চড়া হোক কিংবা রিভার রাফটিং! পর্যটকদের কাছে সেরা দুই পছন্দের তালিকায় এগুলি। সেই কথা মাথায় রেখেই সাফারি পার্ক কর্তৃপক্ষ চালু করছে এডভেঞ্চার স্পোর্টস। পয়লা বৈশাখ থেকে যা পর্যটকদের জন্যে চালু হচ্ছে।
advertisement
আরও পড়ুন- মর্মান্তিক ! বোনের দোলনায় দোল খেতে গিয়ে গলায় ফাঁস, মৃত্যু দিদির
কী কী থাকছে এডভেঞ্চার স্পোর্টসে? থাকছে জিপ লাইন এবং বর্মা ব্রিজ। লং এবং শর্ট জিপ লাইন। সঙ্গে বর্মা ব্রিজ পারাপারের সুযোগ। এই জন্য বিশেষ বন কর্মীদের নিয়োগ করা হয়েছে। প্রশিক্ষনপ্রাপ্ত ওই বন কর্মীরা।
সম্প্রতি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেরিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষন নিয়ে এসেছেন ওই বন কর্মীরা। এডভেঞ্চার স্পোর্টসের জন্য আলাদা ফি রয়েছে। মাথাপিছু খরচ ১০০ টাকা বলে সাফারি কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।
কোভিড এবং লকডাউনের জেরে কয়েক দফায় বন্ধ ছিল সাফারি পার্কের দরজা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলেছে পার্কের দরজা। ভিড়ও জমাচ্ছেন পর্যটকেরা। শুধু স্থানীয়রাই নয়, ভিন জেলা, অন্য রাজ্য থেকেও পর্যটকেরা ছুটে আসেন এখানে।
রয়েল বেঙ্গল টাইগার থেকে লেপার্ড, হিমালয়ান বিয়ার থেকে চিতল হরিণ। নানা নাম না জানা পাখি, একশৃঙ্গী গণ্ডার। কার সাফারিতে বেড়িয়ে পড়লেই চোখের সামনে রয়েল বেঙ্গল টাইগারের লম্ফঝম্ফ। আবার মগডালে লেপার্ডের দেখা মিলবে। আর ময়ূর পেখম তুলে স্বাগত জানাচ্ছে পর্যটকদের। আবার হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমনের সুযোগ তো রয়েছেই!
আরও পড়ুন - এক ট্রেনেই সোজা মুম্বই! উত্তরবঙ্গের জন্য বড় উপহার দিল রেল, শুরু পরিষেবা
সম্প্রতি ৫টি রয়েল বেঙ্গল টাইগার শাবকের জন্ম হয়েছে। যার মধ্যে একটি শাবকের মৃত্যু হয়েছে। রয়েছে সাদা ডোরাকাটা বাঘও! সঙ্গে জুড়ল এডভেঞ্চার স্পোর্টস! ফের বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের উপচে পড়া ভিড় সময়ের অপেক্ষা মাত্র!