সেই ২০০০ সালে শেষবার পঞ্চায়েত ভোট হয়েছিল পাহাড়ে। এরপর দীর্ঘদিন পরে ভোট পাহাড়ে। এদিকে বর্তমানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের দাপট রয়েছে পাহাড়ে।
বিকেল পর্যন্ত গণনার পর দেখা গিয়েছে, দার্জিলিং-কালিম্পং এর দুটি জেলাতেই পাহাড়ে মোট গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগই নবগঠিত দল বিজেপিএম দখলে নিয়ে দার্জিলিংয়ে মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে জানা গিয়েছে দুপুরের মধ্যে ২৫ টি গ্রাম পঞ্চায়েত বিজেপিএমের দখলে গিয়েছে।
advertisement
অন্যদিকে বিরোধী জোট অর্থাৎ ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স একটি আসনে জয় পেয়েছে। তবে আলাদাভাবে লড়ে বিজেপি দুটি আসন পেয়েছে। অমীমাংসিত রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি কালিম্পং জেলার ৪২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
আরও পড়ুন, কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
আরও পড়ুন, কড়া হাতে গণনা! অশান্তি মোকাবিলায় জেলাশাসক, এসপিদের বিরাট নির্দেশ কমিশনের
এরমধ্যে ১২ টি বিজিপিএম দখল করেছে। দুটো পেয়েছে বিজেপি এবং একটি গ্রাম পঞ্চায়েত অমীমাংসিত রয়েছে। একের পর এক জয়ের খবর আসতেই উৎসবে মেতে উঠেছেন সমর্থকরা।