এদিন তিনি জানান, মালদা, মুর্শিদাবাদ এলাকার অসংখ্য পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশ, ওডিশার মতো রাজ্যে যান নানা বিধ পেশার তাগিদে। আর সেখানে তাঁদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হেনস্থার শিকার হচ্ছেন তারা। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, পুলিশও কোনও সহযোগিতা করছে না।
advertisement
এই পরিস্থিতি জানিয়ে সরকারের কাছে সহযোগীতা চাইতেই প্রশ্ন তুলতে চেয়েছিলেন মালদা উত্তরের সাংসদ ইশা খান চৌধুরি। কিন্তু তাঁর অভিযোগ, তাঁকে বক্তব্য রাখতেই দেওয়া হচ্ছে না কোনওভাবে।
আরও পড়ুন: উড়ে গিয়ে পড়ছে গ্যাস সিলিন্ডার, পর পর বিস্ফোরণ! আমডাঙায় ভয়াবহ আগুন, বন্ধ জাতীয় সড়ক
প্রসঙ্গত, যত সময় যাচ্ছে বাংলাদেশে ততই মৌলবাদীদের দাপট প্রকট হচ্ছে৷ দেশের বিভিন্ন প্রান্তে উদ্বেগজনক হারে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়ছে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2024 4:57 PM IST