প্রার্থী তালিকা নিয়ে শাসক শিবিরের মতোই বিজেপি-তেও তীব্র অসন্তোষ ছড়িয়েছে৷ শিলিগুড়ি জুড়ে পুরনো বিজেপি-র নামে এই ব্যানারকে কেন্দ্র করে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির৷ তার উপরে এই মুহূর্তে পুরভোটের প্রচারে শিলিগুড়িতেই রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ অর্জুন সিং৷
আরও পড়়ুন: ৬০ বছরের ঐতিহ্যবাহী এই বাজার কি এ বার আধুনিকতার ছোঁয়া পাবে? প্রশ্ন ব্যবসায়ীদের
advertisement
যদিও এই ব্যানার বিজেপি-র কেউ লাগায়নি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর মালাকার৷ এর পিছনে তৃণমূলই রয়েছে বলে শাসক দলের নাম না করে অভিযোগ করেন তিনি৷
আরও পড়়ুন: মালদহের ইংরেজবাজারে একই ওয়ার্ডে দুই তৃণমূল প্রার্থী, মনোনয়নও জমা দু'জনেরই
বিজেপি বিধায়কের দাবি, 'পুরোন বিজেপি-র কেউ অটলবিহারী বাজপেয়ীর ছবি দিয়ে এমন কাজ করবেন না৷ এর মধ্য দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করা হয়েছে। রুচীহীন রাজনীতির পরিচিয়। যাঁরা মেরুদণ্ডহীন, রাতের অন্ধকারে গরু পাচার, কয়লা পাচার করে, তারাই বিজেপি-র নামে এসব করছে৷' বিজেপি বিধায়কের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কারা এই ব্যানার লাগিয়েছে তা খুঁজে বের করুক পুলিশ৷
যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, 'আমরা এই ধরনের বিষয়গুলি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না৷ এ রকম সাহায্যের উপরে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা তৈরি করেননি৷ এ রকম কোনও চালাকির রাজনীতির আমাদের প্রয়োজন নেই৷' তাঁর আরও কটাক্ষ, 'এটা তৃণমূলের কাজ নয়। অপ্রকাশিত ৩ দলের যে জোট আছে। তাদেরই করা হতে পারে।'