গত আগস্ট মাসে বৈধ পাসপোর্ট ও ভিসা করে নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশের ওই যুবক। আশ্রয় নেয় ফাঁসিদেওয়ার পেটকির বাসিন্দা তাঁর কাকা সুনীল সিংহের বাড়িতে। ইতিমধ্যেই নভেম্বর মাসে যুবকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভালবাসার টান এতটাই ছিল যে প্রেমিকাকে ছেড়ে বাংলাদেশে ফিরে যায়নি উজ্জ্বল বর্মণ। শুক্রবার, ভ্যালেন্টাইন্স সপ্তাহের প্রথমে গোলাপ দিবসেই দুই পরিবারের সহমতের ভিত্তিতে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল।
advertisement
কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের আসরে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও অবৈধ ভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে। প্রেমের সপ্তাহে প্রোপোজ ডে-তে এই ঘটনায় দুই পরিবারের সকলেই বিমর্ষ। শনিবার শিলিগুড়ি মহকুমা তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।