TRENDING:

লুকিয়ে সীমান্ত পেরিয়ে মালদহে বাংলাদেশি যুবক, পরের কাণ্ড মারাত্মক

Last Updated:

বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের তাড়া করে। সেই সময় প্রাণভয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে বলেও দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  লুকিয়ে সীমান্ত পেরিয়ে গরু চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক বাংলাদেশি চোর। তাকে ধরে ফেলে বেঁধে রেখে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। মালদহের হবিবপুর থানার আইহো অঞ্চলের বক্সীনগর কোড়াপাড়া এলাকার ঘটনা।
advertisement

এর জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম রূপন মণ্ডল। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের বাসিন্দা ওই যুবক। তার সঙ্গে থাকা অন্যান্য দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত যুবককে মঙ্গলবার মালদহ আদালতে তোলা হবে।

গভীর রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের হবিবপুরের বক্সীনগর কোড়াপাড়া গ্রামের বিহারি মণ্ডলেলের বাড়িতে কয়েকজন বাংলাদেশি গরু চুরি করতে ঢোকে বলে অভিযোগ। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় ধরা পড়ে যায় বাংলাদেশি যুবক রিপন। উত্তেজিত হয়ে গ্রামবাসীরা ওই যুবককে বেঁধে রাখে। চলে মারধরও।

advertisement

এরপর খবর দেওয়া হয় পুলিশে। গ্রামের অন্য কোনও বাড়িতে বাংলাদেশি দুষ্কৃতীদের কেউ লুকিয়ে রয়েছে কিনা, তারও খোঁজ শুরু হয়। তবে আর কাউকেই এলাকায় খুঁজে পাননি গ্রামবাসীরা। কুয়াশা এবং অন্ধকারের সুযোগে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনুমান। ভোর নাগাদ হবিবপুর থানার পুলিশ পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে।

যদিও ধৃত যুবকের দাবি, বাংলাদেশ থেকে গরু পাচার করার উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের তাড়া করে। সেই সময় প্রাণভয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে বলেও দাবি।

advertisement

আরও পড়ুন, জানুয়ারিতে রাজ্যে নাড্ডা! সংগঠনের প্রশ্নে তোপের মুখে পড়তে চলেছে রাজ্য বিজেপি?  

আরও পড়ুন, ইন্টারভিউ প্রক্রিয়ারও ভিডিওগ্রাফি, প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে মরিয়া পর্ষদ

পুলিশ জানিয়েছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে, কীভাবে সীমান্ত পেরিয়ে তারা বক্সীনগরে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দলে ক'জন ছিল সে সম্পর্কেও খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হবে ধৃতের বিরুদ্ধে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লুকিয়ে সীমান্ত পেরিয়ে মালদহে বাংলাদেশি যুবক, পরের কাণ্ড মারাত্মক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল