জানা যাচ্ছে, কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাউকুটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক। সেই সময় তুফানগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর আজ তাঁকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়।
আরও পড়ুনঃ মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, দামোদর থেকে উঠল পাথরের দুর্গা মূর্তি! বর্ধমানে তারপর কী হল জানুন
advertisement
ধৃত ওই বাংলাদেশি যুবক মোহাম্মদ শাহীন আলমের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি এলাকায় বলে খবর। এদিন তাঁকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের ঘটনা এই প্রথম নয়। সাম্প্রতিক অতীতেই একাধিকবার এমন ঘটনা ঘটেছে। অনেকে গ্রেফতারও হয়েছেন। এবার যেমন কোচবিহারের তুফানগঞ্জে গ্রেফতার হলেন বাংলাদেশের মোহাম্মদ শাহীন আলম। জানা গিয়েছে, পূর্ব ঝাউকুটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তিনি। সেই সময় তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওই যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।