Durga Idol: মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, দামোদর থেকে উঠল পাথরের দুর্গা মূর্তি! বর্ধমানে তারপর কী হল জানুন
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Durga Idol: জানা যাচ্ছে, শনিবার রাতে দামোদরে মাছ ধরার জন্য কয়েকজন জাল ফেলেন। সেই জাল গোছানোর সময় পাথরের দুর্গা মূর্তিটির কথা তাঁরা জানতে পারেন।
গলসি, বর্ধমান, শরদিন্দু ঘোষঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন কালীপুজোর পালা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মা কালীর আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গেই চলছে আগামী বছরের দুর্গাপুজোর কাউন্টডাউন। এই আবহে দামোদর থেকে উদ্ধার হল একটি পাথরের দুর্গা মূর্তি। বর্ধমানের গলসি থেকে এই মূর্তিটি উদ্ধার হয়েছে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মা দুর্গার প্রতি বাঙালির আবেগ, ভালবাসা চিরন্তন। পুজোর কয়েকটা দিন আনন্দ, উতসবে মেতে থাকেন সকলে। এবার দুর্গাপুজো মিটতে না মিটতেই দামোদর থেকে উদ্ধার হল একটি পাথরের দুর্গা মূর্তি। গলসির গোহগ্রাম অঞ্চলের দাদপুরে দামোদর থেকে এই মূর্তিটি উদ্ধার হয়। ইতিমধ্যেই গলসি থানার পুলিশ সেই মূর্তিটি নিয়ে এসেছে।
advertisement
আরও পড়ুনঃ উঠতি ফুটবলারদের জন্য দারুণ মঞ্চ! একসময় খেলেছেন চিমা ওকোরি-বিদেশ বসুরা! কাটোয়ায় শুরু শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট
জানা যাচ্ছে, শনিবার রাতে দামোদরে মাছ ধরার জন্য কয়েকজন জাল ফেলেন। সেই জাল গোছানোর সময় পাথরের দুর্গা মূর্তিটির কথা তাঁরা জানতে পারেন।
advertisement
এখানেই শেষ নয়! রবিবার সকালে দামোদর থেকে মা দুর্গার পাথরের মূর্তিটি তুলে আনা হয়। এরপর গ্রামের মন্দিরে সেটি রেখে পুজো করা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ গিয়ে মূর্তিটি নিয়ে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 12, 2025 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Idol: মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, দামোদর থেকে উঠল পাথরের দুর্গা মূর্তি! বর্ধমানে তারপর কী হল জানুন