ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। বিহারের কিষানগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিষানগঞ্জের খাগড়া নিষিদ্ধ পল্লী থেকে নাবালিকা মেয়ে উদ্ধার হয়।
আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর
advertisement
এই ঘটনায় এক মহিলা-সহ মোট দুই জনের নাম উঠে আসে। ঘটনার পর ইসলামপুরের চম্পাবাগ যৌনপল্লীতে গা ঢাকা দিয়ে ছিল ওই মহিলা। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে গ্রেফতার করে বিহারের কিষানগঞ্জ জেলার পুলিশ।
আরও পড়ুন: ‘চুরি করা হার বাড়ি নিয়ে যেতেই ‘গা ছমছম’ করছিল’, সোনার হার ফিরিয়ে সরি বলল চোর! কোথায়?
রাতে ধৃত মহিলাকে বিহারের কিষানগঞ্জে নিয়ে যায় বিহার পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে বিহার পুলিশ।