TRENDING:

Bangla News: একের পর এক হাঁস-মুরগি উধাও! তাকে ধরতে সন্ত্রস্ত্র গ্রামে খাঁচা বসাল বন দফতর

Last Updated:

গত ২২ মার্চ স্থানীয় গ্রামবাসীরা জমিতে কাজ করতে গিয়ে পায়ের ছাপ দেখেছিলেন চিতাবাঘের (Bangla News)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাথাভাঙ্গা: চিতাবাঘ আতঙ্কে ঘুম উড়েছে মাথাভাঙ্গার৷ জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে চিতাবাঘের আতঙ্ক চলছে এক সপ্তাহ থেকে। আজ খাঁচা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর৷ সেই মতো রবিবারই চিতাবাঘের খোঁজে খাঁচা পাতা হল মাথাভাঙ্গার জোরপাটকি গ্রামে। গত রাতে চিতাবাঘ ঘুরতে দেখা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি (Bangla News)। বেশ কিছু বাড়িতে হাঁস-মুরগি খাওয়ার ছাপ পাওয়া গেছে৷ (Bangla News)
Bangla News
Bangla News
advertisement

গত ২২ মার্চ স্থানীয় গ্রামবাসীরা জমিতে কাজ করতে গিয়ে পায়ের ছাপ দেখেছিলেন চিতাবাঘের (Bangla News)। এরপর থেকেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। রাতে বাড়ি থেকে বের হতে আতঙ্কিত গ্রামবাসীরা। তাই সিসিটিভি ক্যামেরা ও খাঁচা বসানোর দাবি তুলেছিলেন তাঁরা। চিতাবাঘের হদিশ পেতে আজ গ্রামে বসানো হল খাঁচা৷

advertisement

আরও পড়ুন: গলায় কামড়ে ধরায় পোষা ছাগলের তীব্র চিৎকার, ঘরে ঢুকতেই ভয়ংকর দৃশ্য!

উত্তরবঙ্গে চিতাবাঘের হানা অব্যাহত। কয়েকদিন আগেই রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। আতঙ্কে ঘুম উড়েছিল মেটেলি ব্লকের খরিয়ার বন্দর জঙ্গল সংলগ্ন বাতাবাড়ি পশ্চিম পশ্চিমপাড়া এলাকার। ঘটনায় ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়। জানা যায়, রাতে সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি বড় চিতাবাঘ খাবারের খোঁজে পশ্চিম পাড়ার জনৈক রিপন আলম-এর বাড়িতে ঢুকে পড়ে। ওই সময় বাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন।

advertisement

আরও পড়ুন: একদিনে এত কোটির ব্যবসা? RRR-এর বক্স অফিস কালেকশন দেখে ঢোক গিলছে বলিউড!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চিতাবাঘটি ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙে একটি ছাগলকে ধরে। ছাগলের চিৎকারে বাড়ির লোকজন টের পান। সেখানে এসে দেখতে পান যে, চিতাবাঘটি ছাগল টিকে গলায় ধরে নিয়ে যাচ্ছে। এরপরেই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা লাঠি সোটা নিয়ে বের হন। ততক্ষনে চিতাবাঘটি ছাগল টিকে ছেড়ে পালিয়ে যায়। রাতেই খবর পেয়ে এলাকায় পৌঁছে যান খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা এসে বাঘের খোঁজে তল্লাশি করলেও চিতাবাঘকে আর পাওয়া যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: একের পর এক হাঁস-মুরগি উধাও! তাকে ধরতে সন্ত্রস্ত্র গ্রামে খাঁচা বসাল বন দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল