জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরের কান্তেশ্বরী দীঘি সংলগ্ন সরকার পরিবারের একটি জমিতে জঙ্গল পরিস্কার করার কাজ চলছিল। গতকাল ঝোপের মধ্যে জঙ্গল ক্যাটের ৫টি শাবকের সন্ধান পান শ্রমিকরা। তারা জমির মালিককে জানালে তিনি পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধূরীকে খবর দেন। তিনি ওই শাবকগুলো জঙ্গল ক্যাটের বলে জানান।পরিবেশপ্রেমীর কাছ থেকে খবর পেয়ে বনকর্মীরা সরকারবাড়িতে আসেন। পরে শুরু হয় মায়ের জন্য অপেক্ষা।
advertisement
আরও পড়ুন: অভিষেক-পত্নীকে দুবাই যেতে ‘বাধা’! ছেলে-মেয়ে-সহ রুজিরাকে আটকে দেওয়া হল বিমানবন্দরেই
পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধূরী বলেন, গতকাল রাতে চারটি শাবককে মা জাঙ্গল ক্যাট নিয়ে গিয়েছে৷ একটি শাবককে ফেলে রেখে গিয়েছে। আজ আবারও শাবকটিকে মায়ের কাছে ফেরানোর চেষ্টা হবে। প্রচেষ্টা ফলপ্রসূ না হলে তিনি ওই শাবকটিকে পরিচর্যা করে পরে বন দফতরের সহায়তায় জঙ্গলে ছেড়ে দেবেন। উল্লেখ্য, কয়েক দশক আগেও জলপাইগুড়ি শহর ও শহরতলিতে গন্ধগোকুল,শেয়াল ও বনবিড়ালের দেখা পাওয়া যেত। নগরায়ণের কারণে ক্রমশ হারিয়ে যেতে বসেছে এই প্রাণীগুলো। এই পরিস্থিতিতে জঙ্গল ক্যাটের শাবক উদ্ধারের ঘটনা আশাব্যঞ্জক, বলছেন পরিবেশপ্রেমীরা।
আরও পড়ুন: দুর্ঘটনার সময়ে ঠিক কী চলছিল রিলে রুমে? কারা ছিল তখন? খুলতে চলেছে আরও এক জট
সরকার পরিবারের সদস্যা মাম্পি সরকার বলেন, ”প্রথমে বিড়ালের বাচ্চা বলে ভেবেছিলেন আমরা। পরে সেই ভ্রান্তি দূর হয়। বর্তমানে নিজের বাড়িতেই বাচ্চাটির দেখভাল করছেন তিনি।”