সুজন সূত্রধর, হরিরামপুর: গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৭০৬ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের ঘটনা। ঘটনায় ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন হরিরামপুর থানার পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রানা শেখ (২৮), মামুদ মিয়া (৩৭)। বাড়ি মালদহ জেলায়। জানা গিয়েছে, গোপন সূত্রে হরিরামপুর থানার পুলিশের কাছে খবর আসে, গাজোল থেকে ব্রাউন সুগার নিয়ে ইটাহারের দিকে যাবে দুই জন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ হরিরামপুরের পুণ্ডুরি অঞ্চল মোড় এলাকায় পৌঁছায়।
সেখানে এক মোটর বাইক আটকানো হয়। মোটর বাইকে থাকা দুই জনকে তল্লাশি করতেই তাদের কাছে থেকে ৭০৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন হরিরামপুর থানার পুলিশ অফিসার-কর্মীরা। যার বাজারদর প্রায় ২৫ লক্ষ টাকা। এরপর ওই দুই জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে হরিরামপুর থানার পুলিশ।
