আরও পড়ুনঃ গা ছমছমে দৃশ্য, ভয়ে গায়ে কাঁটা শিক্ষক থেকে পড়ুয়াদের, সাপের ভয়ে বন্ধ স্কুল! তোলপাড় এলাকায়
মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর এলাকায় বেশ রাত পর্যন্ত চলে ব্যাঙের বিয়ের অনুষ্ঠান। যাকে কেন্দ্র করে কার্যত হইচই, আনন্দে মাতেন সারা গ্রামের লোক। কৃষিপ্রধান এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই কৃষি কাজের ওপর নির্ভরশীল। কিন্তু, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই মালদহে। আর এতে বহু এলাকাতেই চাষবাস করতে পারেননি কৃষকেরা।
advertisement
এই পরিস্থিতিতে বৃষ্টির আশায় গ্রামবাসীরা ব্যাঙের বিয়ের ব্যবস্থা করেন। যেখানে বরপক্ষ, কনেপক্ষ, জল সাজা থেকে ছাদনাতলা তৈরি, আনুষ্ঠানিক বিয়ের সব ব্যবস্থায় করা হয়েছিল। আয়োজক গ্রামবাসীদের দাবি, পূর্বপুরুষের কথা অনুসারে প্রচলিত বিশ্বাস হল, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির সমস্যা মেটে। পর্যাপ্ত পরিমাণে গ্রামে জলের অভাবে ধানচাষ শুরু হয়নি। আর এই বৃষ্টির আকাল কাটাতেই ব্যাঙের বিয়ে দিয়েছেন তাঁরা। ব্যান্ড বাজিয়ে, রীতি মেনে বিয়ের পর্ব সম্পন্ন করা হয়।
সেবক দেবশর্মা