একটানা বৃষ্টিতে গিলান্ডি নদীর বাঁধ ভেঙ্গে নদীর জল ঢুকছে গ্ৰামে। ইতিমধ্যে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে । পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পাশেই থাকা একটি মাছের হ্যাচারির। মাছের চারা নদীতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর বাঁধ ভেঙ্গে জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় পড়েছেন কয়েকশো বাসিন্দা।
advertisement
অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে আকাশে ঘন কালো মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই জায়গায় দাঁড়িয়ে নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় রীতিমতো চিন্তিত এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন- চাষের কাজে মাঠে গিয়েছিলেন কৃষক! কোদাল চালাতেই হাড় হিম করা ঘটনা, মর্মান্তিক পরিণতি
অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গ্ৰামের মানুষ গবাদিপশু, হাঁস, মুরগি নিয়েও সমস্যায় পড়েছেন। যদিও স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র রায় বলেন,"পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
রকি চৌধুরী