TRENDING:

Bangla News : রাতভর বৃষ্টির জেরে ভাঙলো নদীর বাঁধ,জল ঢুকছে গ্রামে! আতঙ্কে বাসিন্দারা

Last Updated:

Bangla News : একটানা বৃষ্টিতে গিলান্ডি নদীর বাঁধ ভেঙ্গে নদীর জল ঢুকছে গ্ৰামে। ইতিমধ্যে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি:  উত্তরবঙ্গে একটানা বৃষ্টি লেগেই আছে। এমনকি গতকাল জারি হয়েছে কমলা সতর্কতা। বেশ কিছু এলাকায় ধস নামারও আশঙ্কা আছে। অনবরত ভারী বৃষ্টি লেগেই আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে ডুয়ার্সে একটানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি। এরই মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আর অবিরাম বৃষ্টিতে বাঁধ ভাঙ্গলো গিলান্ডি নদীর । যার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের খট্টিমারি বাজার সংলগ্ন ত্রিনাথ মন্দির এলাকা।
রাতভর বৃষ্টির জেরে ভাঙলো নদীর বাঁধ,জল ঢুকছে গ্রামে! আতঙ্কে বাসিন্দারা
রাতভর বৃষ্টির জেরে ভাঙলো নদীর বাঁধ,জল ঢুকছে গ্রামে! আতঙ্কে বাসিন্দারা
advertisement

একটানা বৃষ্টিতে গিলান্ডি নদীর বাঁধ ভেঙ্গে নদীর জল ঢুকছে গ্ৰামে। ইতিমধ্যে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে । পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পাশেই থাকা একটি মাছের হ্যাচারির। মাছের চারা নদীতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর বাঁধ ভেঙ্গে জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় পড়েছেন কয়েকশো বাসিন্দা।

advertisement

অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে আকাশে ঘন কালো মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই জায়গায় দাঁড়িয়ে নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় রীতিমতো চিন্তিত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- চাষের কাজে মাঠে গিয়েছিলেন কৃষক! কোদাল চালাতেই হাড় হিম করা ঘটনা, মর্মান্তিক পরিণতি

advertisement

অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গ্ৰামের মানুষ গবাদিপশু, হাঁস, মুরগি নিয়েও সমস্যায় পড়েছেন। যদিও স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র রায় বলেন,"পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রকি চৌধুরী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News : রাতভর বৃষ্টির জেরে ভাঙলো নদীর বাঁধ,জল ঢুকছে গ্রামে! আতঙ্কে বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল