দলে একাধিক শাবকও রয়েছে বলে জানা গিয়েছে। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই শ্রমিকদের পাশাপাশি বহু কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা এবং মরারঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। হাতিদের গতিবিধি নজরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন : আবর্জনার ভাণ্ডার থেকে শিল্পের বিস্ময়! ফেলে দেওয়া লোহার জিনিসে তৈরি দেবী দুর্গা! পাড়ি দেবে হায়দরাবাদ
advertisement
অন্যদিকে এদিন হাতির আতঙ্কের জেরে মোগলকাটা টি জি প্রাইমারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ করে দেওয়া হয়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিদের যত দ্রুত সম্ভব জঙ্গলে ফেরানো এখন প্রধান লক্ষ্য।
আরও পড়ুন : হাড়ভাঙা খাটুনিতে তৈরি হয় হাজার শালপাতা! অথচ মহাজন যা দাম দেন, শুনলে অবাক লাগবে
স্থানীয়দের অনুমান, হাতির দলটি সম্ভবত তোতাপাড়া লাগোয়া ডায়না ও মরারঘাট জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তবে এখনও তাদের জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। বনকর্মীরা সর্বক্ষণ তাদের গতিবিধির ওপর নজর রাখছেন।