জানা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ ভাতার টাকা আটকে থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকার বহু গ্রাহক। অভিযোগ, পূর্ব দুরামারিতে অবস্থিত পল্লী মঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বহু স্থানীয় মানুষ ফিক্সড ডিপোজিট করেছেন। কারও রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। অভিযোগ, ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও সমবায় ব্যাঙ্ক সেই টাকা দিচ্ছে না। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধভাতার অনুদান প্রতিমাসে জমা পড়লেও, গ্রাহকরা তা তুলতে পারছেন না।
advertisement
নিজেদের টাকা থাকলেও তা ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। যে কারণে গ্রাহকদের ক্ষোভ চরমে উঠেছে। তাই একপ্রকার বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন তাঁরা। এদিন সকাল থেকে গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ গ্রাহকরা। তাঁদের দাবি, ব্যাংকে জমা থাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা সহ বিভিন্ন জমানো টাকা দ্রুত ফেরত দিতে হবে।
আরও পড়ুন : পরিবেশ নিয়ে ছেলেখেলা! টাকার বিনিময়ে চলছে এই ‘নোংরা’ কারবার, অনুমতির বালাই নেই
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই সমবায় সমিতিতে একাধিক অনিয়ম রয়েছে। ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও টাকা মিলছে না। সেভিংস অ্যাকাউন্ট ও প্রাত্যহিক কালেকশনেরও কোনও হিসেব নেই। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রাহকদের টাকা ফেরানোর ব্যবস্থা করুক।”