বালুরঘাট শহরে আজকের দিনেও ছোট বড় মিলিয়ে অন্ততপক্ষে ২৫ টির বেশি নাটকের দল রয়েছে। এছাড়াও বিভিন্ন নাচের ও গানের গোষ্ঠী রয়েছে যারা সারা বছর ছোট বড় সংস্কৃতি অনুষ্ঠান করেই থাকেন। তবে এক্ষেত্রে বড় নাটকের দল কিংবা সাংস্কৃতির দলগুলি অনাসেই রবীন্দ্র ভবন, নাট্যমঞ্চ, নাট্য তীর্থ, নাট্য গবেষণা কেন্দ্র, মন্মথ মঞ্চে তাদের প্রদর্শনী করে থাকে। কিন্তু ছোট দলগুলির ক্ষেত্রে মঞ্চ নিজেদের প্রদর্শনী করা তাদের সাধ্যের মধ্যে থাকেনা। শহর জুড়ে একাধিক বড় মঞ্চ থাকলেও ছোট অনুষ্ঠান বা কম বাজেটের অনুষ্ঠান করার মত কোন ব্যবস্থাই এতদিন বালুরঘাটে ছিল না।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিনটি বাড়ি! প্রাণ হারাল গবাদি পশুও, ক্ষতির পরিমাণ লক্ষাধিক
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে মুক্ত মঞ্চের দাবি শহরের সংস্কৃতি প্রেমিক মানুষদের দীর্ঘদিনের।
মুক্তমঞ্চ হওয়ার ফলে সেই সমস্যার যেমন সমাধান হবে তেমনই বালুরঘাটে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হওয়া অনুষ্ঠানগুলিও একটি স্থায়ী ঠিকানা পাবে বলেই মত প্রকাশ করছেন বালুরঘাটের সাধারণ মানুষ। পুরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।
সুস্মিতা গোস্বামী





